Monday, November 17, 2025

নিশ্চিত আসনে রাজনীতিকরা আর অনিশ্চিত আসনে তারকারা, প্রার্থী বাছাইয়ে বিজেপির ফর্মুলা!

Date:

Share post:

লোকসভা ভোটে বিজেপির ভাল ফল দেখে ভবিষ্যৎ সম্ভাবনা ও ব্যক্তিগত প্রাপ্তিযোগের আশায় অনেকেই এখন যোগ দিচ্ছেন বিজেপিতে (bjp)। এদের মধ্যে টলিউডের তারকা মুখও রয়েছে অনেক। মুখে জনসেবার বুলি আওড়ালেও ভোটের মুখে ‘টিকিটপ্রত্যাশী’ হয়েই যে অরাজনৈতিক তারকারা গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন, তা বুঝতে সাধারণ মানুষেরও অসুবিধা হচ্ছে না। একদিকে তৃণমূলের দলবদলু, অন্যদিকে সিনেমা-সিরিয়ালের মুখ, এই দুইয়ের জাঁতাকলে এখন সবচেয়ে বেকায়দায় পড়েছেন আদি বিজেপি নেতা-কর্মীরাই। আপাতত তাই ভোটে টিকিট প্রত্যাশীদের শ্রেণিবিন্যাস করে টিকিট দেওয়ার মাপকাঠি নির্দিষ্ট হয়েছে।

বিজেপি সূত্রে খবর, সামগ্রিকভাবে আসন পিছু জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি যাঁর, এমন ব্যক্তিকেই বেছে টিকিট দেওয়ার কথা বলা হচ্ছে। তার মধ্যে আবার রাজনীতিবিদ ও তারকা মুখের আলাদা মাপকাঠি তৈরি হয়েছে বলে দলীয় সূত্রে খবর। জানা যাচ্ছে, জয়ের সম্ভাবনা নিশ্চিত বা লড়াই হাড্ডাহাড্ডি হতে পারে এবং লোকসভা ভোটে দল যথেষ্ট এগিয়ে আছে এমন আসনগুলি কোনও অবস্থাতেই অরাজনৈতিক প্রার্থীদের ছাড়া হবে না। অর্থাৎ জয়ের পক্ষে ভাল আসনগুলি মূলত পেশাদার রাজনীতিকদেরই দেওয়া হবে। এর মধ্যে আবার তৃণমূল ছেড়ে আসা বিধায়কদের যার যার নিজেদের কেন্দ্রে দাঁড় করানোর কথা ভাবা হয়েছে। অবশ্য বিশেষ পরিস্থিতিতে এর ব্যতিক্রম হতে পারে। অন্যদিকে, তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ বলে পরিচিত এবং শাসক দলের জয়ের সম্ভাবনা প্রবল এমন আসনগুলিতে অরাজনৈতিক অন্য পেশার ব্যক্তিত্ব ও সিনেমা-সিরিয়ালের মুখকে দাঁড় করিয়ে ভোটে তাঁদের ব্যক্তিগত ক্যারিশমা কাজে লাগাতে চায় গেরুয়া শিবির। বিজেপির একাংশের বক্তব্য, ভোটের মুখে নানা প্রাপ্তিযোগের অঙ্ক কষে যাঁরা দলে আসছেন তাঁদের নিজেদের যোগ্যতা নিজেদেরই প্রমাণ করতে হবে। তাঁরা লড়ে জিতুন, নিজেদের ক্যারিশমা প্রয়োগ করে জিতুন। সহজ আসন তাঁদের ছাড়া হবে কেন? বিজেপির পক্ষে ভাল আসনগুলি দলের যোগ্য রাজনৈতিক মুখই পাবেন, কারণ তাঁরাই বছরভর খেটেখুটে দলের শক্ত জমি তৈরি করেছেন।

Advt

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...