Friday, November 14, 2025

চৌরঙ্গীতে প্রার্থী করার প্রস্তাব দিয়ে শিখা মিত্রর কাছে শুভেন্দু

Date:

Share post:

প্রয়াত সোমেন মিত্রর (Late Somen Mitro) বাড়িতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার ব্রিগেড শেষে লাওডন স্ট্রিটে প্রয়াত নেতার ফ্ল্যাটে যান শুভেন্দু। সোমেনপত্নী এবং প্রাক্তন বিধায়ক শিখা মিত্রর (Shikha Mitra) সঙ্গে দীর্ঘ আলোচনা হয় বিজেপির নন্দীগ্রামের প্রার্থীর। মূলত শিখা মিত্রকে গেরুয়া শিবিরে নিয়ে আসার জন্যই শুভেন্দুর এই দৌত্য। শিখা অবশ্য পরিষ্কার জানান, আমি দলবদলের কোনও সিদ্ধান্ত নিইনি।

 

কী কথা হল? শিখা জানিয়েছেন, দীর্ঘক্ষণ অনেক কথাই হয়েছে। সব প্রকাশ্যে বলার জন্য নয়। তবে বিজেপিতে (BJP) যোগ দিয়ে প্রার্থী হওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।

কোথায় প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে? শিখা জানান, বলা হয়েছে আমার পুরনো কেন্দ্র চৌরঙ্গীতে (Chowranghee) প্রার্থী করা হবে। আকর্ষণীয় ও বিস্ময়ের বিষয় হলো, ছাত্র নেতা সজল ঘোষকেও (Sajal Ghosh) বিজেপিতে আনা হয়েছে চৌরঙ্গীতেই প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে।

কিন্তু শিখা মিত্র কী বিজেপিতে যাচ্ছেন? প্রাক্তন বিধায়ক জানান, আসলে আমরা যে রাজনীতি করে এসেছি তার সঙ্গে এই রাজনীতির গতিপথ পুরোপুরি বিপরীত। ফলে ভাবনার জায়গাতেও আনতে সমস্যা হচ্ছে। কোনও সিদ্ধান্ত নিইনি।

শিখা অবশ্য রাজ্য কংগ্রেস (Pradesh Con

gress) নেতৃত্বের উপর তাঁর ক্ষোভ ঢেকে রাখেননি। তাঁর সাফ কথা, কোনও ব্যাপারেই তাঁকে ডাকা হয় না, সিদ্ধান্তের অংশীদারও করা হয় না। জানতেই পারা যায় না। ফলে দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব যে বাড়ছে, তা স্পষ্ট করেছেন প্রকাশ্যেই।

Advt

spot_img

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...