Thursday, August 28, 2025

রাফাল যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা দাসোর মালিক প্রাণ হারালেন হেলিকপ্টার দুর্ঘটনায়

Date:

Share post:

ভারতের বহুচর্চিত যুদ্ধবিমান রাফালের প্রস্তুতকারক ফরাসি সংস্থা দাসোর অন্যতম কর্ণধার প্রাণ হারালেন হেলিকপ্টার দুর্ঘটনায়। ফরাসি এই কোটিপতি তথা রাজনীতিবিদ অলিভিয়ের দাসো (Olivier Dassault) রবিবার উত্তর ফ্রান্সের ডিউভিলের কাছে নরম্যান্ডিতে ছুটি কাটাতে যাচ্ছিলেন। অবসর কাটানোর জন্য সেখানে তাঁর একটি ফার্ম হাউস রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যে হেলিকপ্টারে দাসো যাচ্ছিলেন সেটি ভেঙেই মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর। হেলিকপ্টারের চালকও মারা যান। হেলিকপ্টারে তাঁরা শুধু দুজনই ছিলেন বলে খবর।

ভারতীয় বায়ুসেনার বহুচর্চিত ও বিতর্কিত রাফাল যুদ্ধবিমান তৈরি করে ফরাসি সংস্থা দাসোই। এছাড়া বিখ্যাত সংবাদপত্র “লে ফিগারো”ও (Le Figaro) রয়েছে দাসোর মালিকানায়। ফ্রান্সের পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ৬৯ বছরের অলিভিয়ের দাসো একাই হেলিকপ্টারে চেপে নরম্যান্ডির হলিডে হোমে যাচ্ছিলেন। সন্ধে ৬টা নাাগদ অবতরণের আগে আচমকা হেলিকপ্টারটি ভেঙে পড়ে। চালক ও অলিভিয়ের দাসো-দুজনেই মারা যান। প্রাথমিক তদন্তে যান্ত্রিক গোলযোগই কপ্টার ভাঙার কারণ বলে অনুমান। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ফ্রান্সের (France) অন্যতম ধনী পরিবার দাসো বিশ্বের ধনীদের তালিকায় ৩৬১তম রয়েছেন। ২০২০ সালের ফোর্বস পত্রিকার তালিকা অনুযায়ী, অলিভিয়ারের সম্পত্তির পরিমাণ প্রায় ৬০০ কোটি ইউরো। দুর্ঘটনার খবর শুনে শোকপ্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ (Emmanuel Macron)। তিনি টুইটে লেখেন, অলিভিয়ের দাসো ফ্রান্সকে গভীরভাবে ভালবাসতেন। তিনি ছিলেন এক বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের অধিনায়ক, স্থানীয় সাংসদ ও বায়ুসেনার রিজার্ভ কমান্ড্যার। নিজের গোটা জীবন ধরে তিনি দেশের সেবায় কাজ করে গিয়েছেন। দাসোর মৃত্যুকে ‘বিরাট ক্ষতি’ উল্লেখ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট।

Advt

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...