Thursday, August 28, 2025

জখম মমতা: SSKM হাসপাতালে রাজ্যপালকে “গো ব্যাক” স্লোগান, জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের

Date:

Share post:

মনোনয়ন জমা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পায়ে, ঘাড়ে ও কোমরে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রিন করিডর করে তড়িঘড়ি তাঁকে নন্দীগ্রাম থেকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে আসা হয়। মমতার জখম হওয়ার খবর শুনে আগেই SSKM চত্বরে হাজির হয়ে যান তৃণমূলের শীর্ষনেতারা। মুহূর্তে মধ্যে হাসপাতাল চত্বর চলে যায় তৃণমূল কর্মী-সমর্থকদের দখলে। প্রত্যেকের চোখে মুখে ছিল উদ্বেগের ছাপ। এরপর মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসতেই তাঁর নামে জয়ধ্বনি দিয়ে থাকেন সমর্থকরা। স্ট্রেচারে চাপিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে। আগে থেকেই সেখানে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁকে দেখেই বিক্ষোভ ফেটে পড়েন তৃণমূল সমর্থকরা। “গো ব্যাক” স্লোগান দেওয়া হয়। যদিও নিরাপত্তারক্ষীরা রাজ্যপালকে নিরাপদে নিয়ে যান ও হাসপাতাল থেকে বের করে নিয়ে যান।

অন্যদিকে, দলনেত্রীর জখমের খবর পেয়েই জেলায় জেলায় বিক্ষোভ শুরু করে তৃণমূল সমর্থকরা। কিছু কিছু জায়গায় পথ অবরোধ করা হয়। বিজেপির বিরুদ্ধে স্লোগান ওঠে। তৃণমূল সমর্থকদের বক্তব্য, নন্দীগ্রামে নিশ্চিত হার জেনে মুখ্যমন্ত্রীর উপর এটা পরিকল্পিত হামলা।

এই ঘটনা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও তোলপাড় শুরু হয়েছে। অখিলেশ যাদব, তেজস্বী যাদব, অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনার তীব্র নিন্দা করেন। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।

এদিকে SSKM হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর প্রয়োজনীয় সব পরীক্ষা করা হচ্ছে। জানা যাচ্ছে, তাঁর এমআরআই করা হতে পারে। করা হবে অন্যান্য ব্লাড টেস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্য়াল টিমে রয়েছেন অর্থোপেডিক, কার্ডিওলাজি ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

আরও পড়ুন- মমতার গুরুতর আঘাত নিয়ে জেলা প্রশাসনের রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

Advt

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...