Tuesday, August 26, 2025

জনতার মন জিততে ট্রেনেই প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী

Date:

Share post:

মিটিং-মিছিল বা জনসভা নয়। এবার সরাসরি লোকাল ট্রেনে উঠে ভোটের প্রচার শুরু করলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ রামদাস। নিত্যযাত্রীদের কাছে হাতজোড় করে সকলকে বললেন, “আমি ক্যানিংয়ের ছেলে। তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে দাঁড়িয়েছি। আপনাদের সার্বিকভাবে সাহায্য করার চেষ্টা করব” । প্রচারে বেড়িয়ে তিনি সমবয়সীদের সঙ্গে হাত মেলান। পাশাপাশি গুরুজনদের প্রণাম করে ভোট প্রার্থনাও করেন।

শুক্রবার সকাল সকাল শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং প্ল্যাটফর্মের হকার থেকে শুরু করে নিত্য যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। সেইসঙ্গে স্টেশনের মন্দিরে প্রণামও করেন। এরপর ক্যানিং প্লাটফর্ম থেকে তিনি আপ শিয়ালদহ ক্যানিং লোকাল ট্রেনে ওঠে। ট্রেনের মধ্যে রেল যাত্রীদের সঙ্গে তৃণমূলের প্রার্থী পরেশ রামদাস কথা বলেন এবং ভোট দেওয়ার জন্য আবেদন জানান তাঁদের। ট্রেনটি তালদি স্টেশনে দাঁড়ালে সেখানেই নেমে যায় ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ রামদাস। এরপর তিনি ক্যানিং বন্ধুমহল প্রাঙ্গণে একটি তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন। ট্রেনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) ক্যালেন্ডার কার্ড বিতরণ করেন তিনি। বাড়ি বাড়ি না গিয়ে ট্রেনে প্রচার কেন? এর উত্তরে তৃণমূল প্রার্থী পরেশ রামদাস বলেন, “মানুষ জীবিকার তাগিদে সকাল সকাল কলকাতার উদ্দেশে বেরিয়ে পড়েন। এর ফলে বাড়িতে গিয়েও তাঁদের সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হচ্ছে না। আর তাই তাঁদের সাক্ষাৎ পেতেই লোকাল ট্রেনে ভোট প্রচারের সিদ্ধান্ত।”

আগামী ৬ এপ্রিল রাজ্যের তৃতীয় দফায় এই বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ। এবারের নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নতুন মুখ তৃণমূলের প্রার্থী পরেশ রাম দাস। নির্বাচনে জিততে মরিয়া তার দল। তাই কোমড় বেঁধে লেগে পড়েছেন ময়দানে।

Advt

 

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...