Sunday, August 24, 2025

ভোল বদল রন্তিদেবের, ইচ্ছার বিরুদ্ধেই নাকি ভোটে লড়বেন!

Date:

Share post:

লোকসভায় গেরুয়া ঝড়েও হারতে হয়েছিল। এবার বিধানসভায় ফের তাঁকে প্রার্থী করছে শীর্ষ নেতৃত্ব। কিন্তু প্রার্থী হিসেবে ভোটে লড়াই নয়, বরং তাঁর ইচ্ছা ভোট যুদ্ধে দলের হয়ে সর্বত্র প্রচার করা। সাংবাদিক এবং সঙ্ঘ ঘনিষ্ঠ

রন্তিদেব সেনগুপ্ত (Ranthideb Sengupta) এমন ইচ্ছার কথা নাকি দলকে আগেই জানিয়ে রেখেছিলেন। তাঁর দাবি, রবিবার সকালে তাঁকে জানানো হয় হাওড়া দক্ষিণ কেন্দ্রে (Howrah Dakshin) প্রার্থী হচ্ছেন তিনি। রন্তিদেব তখনই জানিয়ে দেন, ওই কেন্দ্রে প্রার্থী হওয়ার কোনও ইচ্ছা নেই তাঁর। কিন্তু রবিবার দুপুরের পরেই বদলে যায় পরিস্থিতিটা। বিজেপির (BJP) তরফে ঘোষণা করা হয় হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তাদের প্রার্থী হচ্ছেন রন্তিদেব সেনগুপ্ত। তাঁর মতামতকে গুরুত্ব না দিয়ে দলের এমন একতরফা সিদ্ধান্তে রন্তিদেব অসন্তুষ্ট, সেটা প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর পরই সংবাদ মাধ্যমের কাছেই স্বীকার করেছিলেন তিনি।

তবে ঘন্টাখানেকের মধ্যেই ভোল বদল। দলের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে রন্তিদেব জানিয়ে দেন, হাওড়া দক্ষিণ কেন্দ্র থেকেই তিনি ভোটে লড়বেন, তবে সেটা তাঁর ইচ্ছার বিরুদ্ধেই। তাঁর কথায়, “আমি দলকে বলেছিলাম নির্বাচনে আমি দলের হয়ে প্রচার করতে চাই। ভোটে লড়তে চাই না। কিন্তু দল আমাকে নির্দেশ দেয় ভোটে লড়তে এবং সেইমতো নির্বাচন কেন্দ্রও ঠিক করে। আমি দলের একজন একনিষ্ঠ সৈনিক। ফলে দলের সিদ্ধান্ত আমি মেনে চলব এবং হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করব।”

তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হাওড়া কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছে হারতে হয়েছিল রন্তিদেব সেনগুপ্তকে। সে সময় তিনি দলের অনেকের সহযোগিতা পাননি। যা ছিল তিক্ত অভিজ্ঞতা। তাই এবারও সেই একই এলাকা থেকে ভোটে দাঁড়াতে নারাজ ছিলেন তিনি। অন্য কেন্দ্র হলে তাঁর পক্ষে ভালো হতো। তাই প্রার্থী হওয়া ইস্যু নয়, কেন্দ্র পছন্দ না হওয়াতে অস্বস্তিতে রন্তিদেব সেনগুপ্ত।

আরও পড়ুন- প্রার্থী নন শোভন-বৈশাখী, বিজেপি ছাড়লেন দুজনে

Advt

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...