Monday, August 25, 2025

সংবিধান লঙ্ঘিত হয়েছে, স্বপন দাশগুপ্তের সাংসদপদ খারিজ হোক, টুইটে দাবি মহুয়া মৈত্রের

Date:

Share post:

প্রায় ফেঁসেই গিয়েছেন তারকেশ্বর কেন্দ্রে বিজেপি প্রার্থী সাংসদ স্বপন দাশগুপ্ত ৷ এখন যা পরিস্থিতি, তাতে ভোটে দাঁড়ালেই তাঁর সাংসদ পদ খারিজ হতে চলেছে৷

বিষয়টি সামনে এনেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ এই তৃণমূল সাংসদ এক টুইটে স্বপন দাশগুপ্তের (Swapan Dasgupta) সাংসদপদ বাতিলের দাবি তুলেছেন৷
মহুয়া মৈত্র (Mahua Moitra) দাবি করেছেন, সংবিধানের দশম তফসিল অনুযায়ী, স্বপনবাবু ভোটে দাঁড়াতে পারেন না। কারণ, রাজ্যসভার কোনও মনোনীত সদস্য, সাংসদ হিসেবে শপথ নেওয়ার ৬ মাস পর কোনও রাজনৈতিক দলে যোগ দিলে সঙ্গে সঙ্গে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যায়।
মহুয়া মৈত্র সোমবার রাতে এক টুইটে লিখেছেন, “বঙ্গ-ভোটে স্বপন দাশগুপ্ত বিজেপি প্রার্থী। সংবিধানের দশম তফসিলে বলা রয়েছে, রাজ্যসভার কোনও মনোনীত সদস্য শপথগ্রহণ করার ৬ মাস পর যদি কোনও রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যায়। স্বপনবাবু শপথ নিয়েছিলেন ২০১৬-র এপ্রিলে। এখনও তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। বিজেপি-তে যোগ দেওয়ার জন্য এখনই তাঁর সদস্যপদ বাতিল করতে হবে”।

আরও পড়ুন : সাক্ষাতের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা! দলত্যাগী নেতার দিকে ফিরেও তাকালেন না মমতা

তবে এ বিষয়ে স্বপন দাশগুপ্ত সরাসরি কিছুই বলেননি৷ সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘এখন ভোটের কাজে ব্যস্ত রয়েছি। মহুয়া মৈত্র ঠিক কী লিখেছে জানিনা৷
সময়মতো যা বলার বলবো”৷

Advt

spot_img

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...