Wednesday, August 27, 2025

আকাশেই লক্ষীলাভ! বিমানেই জন্ম নিল ফুটফুটে এক শিশুকন্যা

Date:

Share post:

ঘড়িতে তখন ভোর ৫ টা ৪৫ মিনিট। বেঙ্গালুরু থেকে সফর শুরু করেছিলেন সন্তানসম্ভবা এক মহিলা। জয়পুর ছিল তাঁর গন্তব্য। বিমানে উঠেও কোনও অসুবিধা হয়নি তাঁর। কিন্তু মাঝ আকাশে যেতেই হঠাৎ তাল কাটে। প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকেন ওই মহিলা। বিমানের কেবিন ক্রু সদস্য থেকে শুরু করে বিমানে সফররত বাকি যাত্রীরা সেই মহিলাকে সাহায্য করতে এগিয়ে আসেন। শেষে একই বিমানে সফররত এক ডাক্তারের সহায়তায় গোটা ঘটনাটিকে সামাল দিয়ে জন্ম হয় ফুটফূটে এক শিশুর। সফররত ওই চিকিৎসক, ডাঃ শুবাহানা নাজির জানান, ‘সংকট কাটিয়ে সুস্থ আছেন মা ও মেয়ে’।

বুধবার ইন্ডিগোর বেঙ্গালুরু-জয়পুর বিমানে(6E 469) এই ঘটনাটি ঘটে। জন্ম দেওয়ার সগে সঙ্গেই মা ও শিশুর জন্য জয়পুর বিমানবন্দরে একজন চিকিৎসক ও অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করতে বলা হয়। সকাল ৮ টায় বিমানটি জয়পুর বিমানবন্দরে অবতরণ করার পর, ইন্ডিগো বিমানের পক্ষ থেকে বিমানে সফররত চিকিৎসককে জয়পুর বিমানবন্দরে স্বাগত জানানো হয় এবং বিমানবন্দরের কর্মীরা তাঁর হাতে ‘ধন্যবাদ’-এর কার্ড তুলে দেন।

মাঝ আকাশে বিমানে সন্তানে জন্ম দেওয়ার ঘটনা অবশ্য আগেও বহুবার দেখা গিয়েছে। গত বছরও এই ইন্ডিগোর বিমানেই এক মহিলা সন্তান প্রসব করেছিলেন। সেই সময় দিল্লি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল ইন্ডিগোর ওই বিমান। মাঝ আকাশেই পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা। বেঙ্গালুরুতে বিমানের অবতরণের পর সেই শিশুকে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি তাঁকে ওই সংস্থার বিমানের পক্ষ থেকে জানানো হয় , শিশুটি সারাজীবন ওই সংস্থার বিমানে সম্পূর্ণ বিনা খরচে যাতায়াত করতে পারবে।

Advt

spot_img

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...