Wednesday, November 12, 2025

‘ক্ষমতায় এলে CAA লাগু হতে দেব না’, অসমে ভোট প্রচারে ৫ প্রতিশ্রুতি রাহুলের

Date:

Share post:

নির্বাচন মুখর অসমে অন্যতম বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে নাগরিকত্ব আইন(CAA)। তবে শাসক দল বিজেপি(BJP) একথা অস্বীকার করলেও অসমে এই ইস্যুকে হাতিয়ার করে মাঠে নেমে পড়ল কংগ্রেস(Congress)। শুক্রবার অসমের নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপিকে তোপ দেগে রাহুল গান্ধী(Rahul Gandhi) স্পষ্ট জানিয়ে দিলেন, ‘ক্ষমতায় এলে অসমে নাগরিকত্ব আইন কার্যকর হতে দেবে না কংগ্রেস।’

শুক্রবার অসমের ডিব্রুগড় ও তিনসুকিয়াতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানেই বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন রাহুল। বলেন, নাগপুর থেকে একটা শক্তি দেশ চালাচ্ছে। দেশকে ‘নিয়ন্ত্রণ করছে একনায়কতন্ত্র। তবে কথা দিচ্ছি কংগ্রেস সরকার ক্ষমতায় এলে অসমের মানুষ অসমকে চালাবে।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘আমরা মোদির মতো মিথ্যেবাদী নই যা বলি সেটা করি। বিজেপি চা শ্রমিকদের ৩৫১ টাকা দৈনিক মজুরির প্রতিশ্রুতি দিয়ে ১৬৭ টাকা করে দিচ্ছে। কথা দিচ্ছি, কংগ্রেস ক্ষমতায় এলে প্রত্যেক চা শ্রমিককে ৩৬৫ টাকা করে দেবে।’ শুক্রবার অসমে গিয়ে সেখানকার মানুষের কাছে ৫ প্রতিশ্রুতি তুলে ধরেন রাহুল গান্ধী। তার মধ্যে অন্যতম ছিল চা শ্রমিকদের মজুরি।

এর পাশাপাশি তিনি বলেন, ‘অসমের কংগ্রেস সরকার ক্ষমতায় এলে এই রাজ্যে সিএএ লাগু হতে দেবে না।’ একই সঙ্গে ৫ লক্ষ যুবককে রোজগারের সুযোগ, ২০০ ইউনিট পর্যন্ত নিঃশুল্ক বিদ্যুৎ এবং বাড়ির মহিলাদের দুই হাজার টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেন রাহুল গান্ধী।’ একইসঙ্গে তিনি বলেন, ‘চা শিল্পের জন্য আমরা বিশেষ মন্ত্রক তৈরি করব। যাতে শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের সমস্যা দ্রুত সমাধান করা যায়। চা শ্রমিকদের সঙ্গে সমস্যা গুলি আলোচনা করেই আমরা ইস্তেহার প্রকাশ করব। কোনও বন্ধ ঘরে নয়।’

আরও পড়ুন:কয়লাকান্ডে রাজু ঝাকে গ্রেপ্তার করল সিআইডি, চরম অস্বস্তিতে বিজেপি

এরপর সরাসরি নরেন্দ্র মোদি সরকারকে তোপ দেগে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়ার কথা বলেন। কিন্তু আপনাদের মোবাইল, জামা কাপড় দেখলে আপনারা বুঝতে পারবেন তাতে লেখা মেড ইন চায়না। সেখানে মেড ইন অসম বা ইন্ডিয়া লেখা থাকে না। কিন্তু আমরা এটা দেখতে চাই। বিজেপির দ্বারা এটা কখনোই সম্ভব নয় কারণ ওরা শুধুমাত্র শিল্পপতিদের জন্য কাজ করে।’

Advt

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...