Friday, November 14, 2025

নির্বাচনের প্রস্তুতি দেখতে উত্তরবঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক

Date:

Share post:

আগামী শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলার বিধানসভা নির্বাচন। প্রথম দফা নির্বাচনের আগে রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দলে রয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা। উত্তরবঙ্গের ৮টি জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের সঙ্গে বৈঠক সারলেন তাঁরা।

মঙ্গলবার কমিশনের ফুল বেঞ্চ শিলিগুড়িতে উত্তরবঙ্গের আট জেলার জেলা প্রশাসন এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক হয়। কেন্দ্রীয় মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরার নেতৃত্বাধীন সেই বেঞ্চ নির্বাচন বিধি সংক্রান্ত বিষয়ে এখনও পর্যন্ত জেলা প্রশাসন এবং পুলিশের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে আর কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা বলেন, ‘অসম থেকে নির্বাচন সংক্রান্ত বৈঠক করে এসেছি। পশ্চিমবঙ্গেও আলোচনা করব৷ তারপর তামিলনাড়ুতে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। মানুষ যাতে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য যাবতীয় ব্যবস্থা করা হবে।

আগামিকাল অর্থাৎ বুধবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে রয়েছে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের ডিজি পি নীরজ নয়নের বৈঠক। সেখানেই কমিশন জেনে নেবে ভোটের জন্য রাজ্য প্রশাসন ঠিক কতখানি প্রস্তুত রয়েছে এবং কমিশনের তরফে যা যা পদক্ষেপ নিতে বলা হয়েছিল তার কতখানি নেওয়া হয়েছে। আগামিকাল সকাল ১০টা নাগাদ সেই বৈঠক থাকায় এদিনই মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি চলে গিয়েছেন উত্তরবঙ্গে।

আরও পড়ুন- বামেরাই রাজ্যে ফিরিয়ে আনতে পারে সুস্থ-সামাজিক পরিবেশ, বললেন বুদ্ধিজীবীরা

Advt

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...