Tuesday, November 4, 2025

কাঁথিতে টাকার বান্ডিল-সহ আটক তিন হিন্দিভাষি বহিরাগত! গণধোলাই স্থানীয়দের

Date:

Share post:

ভোরের ঠিক আগেই পূর্ব মেদিনীপুরের (East Medinipur) কাঁথিতে (Cintai) ব্যাপক উত্তেজনা ছড়ালো। কাঁথি শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডের একটি লজ থেকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আটক করে তিন বহিরাগতকে। ভোটের একদিন আগের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, আটক হওয়া তিনজনেই হিন্দিভাষি। এবং বহিরাগত (Out Sider)।

এলাকার মানুষদের দাবি, ওই তিনজনের কাছে টাকার বান্ডিল ছিল। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল তারা। যে লজে এই তিন হিন্দিভাষি বহিরাগত ডেরা বেঁধেছিল, খবর পেয়ে সেখানে স্থানীয় বাসিন্দারা হাজির হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। তৃণমূলের (TMC) অভিযোগ, বিজেপি (BJP) ভোটে সন্ত্রাস করার জন্য বাইরের রাজ্য থেকে লোক এনেছে। এরকম আরও ৮০ জনকে বাইরের বিভিন্ন রাজ্য থেকে আনা হয়েছে।

এদিকে পুলিশ এসে লজ থেকে তিন জনকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের হাত থেকে তাদের ছিনিয়ে নিয়ে গণধোলাই দিতে শুরু করে। পুলিশ অনেক কষ্টে মারমূখী জনতার হাত থেকে আটক ব্যক্তিদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

তারা কী উদ্দেশ্যে এখানে এসেছিল, কবে এসেছিল, কার নির্দেশে এসেছিল, তারা কি বিশেষ কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় ছিল? এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগেই খেজুরির নিজকসবা এলাকা থেকে তিন হিন্দিভাষি বহিরাগত ধরা পড়েছিল। বৃহস্পতিবার ফের কাঁথিতে তিনজনকে আটক করল পুলিশ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন :মমতার হাতেই নিরাপদ বাংলা: শতাব্দী

Advt

spot_img

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...