Saturday, November 1, 2025

রাতের ট্রেনে আর ফোন-ল্যাপটপে চার্জ দেওয়া যাবে না, নয়া নির্দেশিকা রেলের

Date:

Share post:

নয়া নির্দেশিকা চালু রেলের। এবার থেকে রাতের ট্রেনে ফোন, ক্যামেরা, ল্যাপটপে চার্জ দেওয়া যাবে না। রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে এমন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল। মঙ্গলবার রেলের শীর্ষ আধিকারিকরা এ কথা জানিয়েছেন।

১৬ মার্চ থেকে এখনও পর্যন্ত সময়ে পশ্চিম রেল এই চার্জিং পোর্টগুলিতে ওই নির্ধারিত সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার কাজ শুরু করেছে। পশ্চিম রেলের প্রধান জন সংযোগ আধিকারিক (সিপিআরও) সুমিত ঠাকুর সংবাদসংস্থাকে জানিয়েছেন, এ ব্যাপারে রেল বোর্ডের সমস্ত জোনগুলিকে নির্দেশ দিয়েছে। আমরা ১৬ মার্চ থেকে তা চালু করে দিয়েছি। গত ১৬ মার্চ থেকেই ওয়েস্টার্ন রেলওয়েতে এই নিয়ম চালু করা হয়েছে। ধীরে ধীরে রেলের সব শাখায় এই ব্যবস্থা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-ভোটের জেরে বিঘ্নিত করোনা’র RTPCR টেস্ট, সর্বাধিক বেহাল নন্দীগ্রাম

দক্ষিণ রেলের সিপিআরও গুগনেসন জানিয়েছেন, “এটা পুরনো নির্দেশ। এর মাধ্যমে রেল বোর্ড পুরানো নির্দেশরই পুনরায় উল্লেখ করেছে। ২০১৪-তে ব্যাঙ্গালোর-হজুর সাহিব নান্দেড় এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনার ঠিক পরেই রেলওয়ের সুরক্ষা কমিটি রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চার্জিং পোর্ট বন্ধ রাখার সুপারিশ করেছিল। রেলওয়ে বোর্ড শেষপর্যন্ত সমস্ত সমস্ত জোনের জন্যই এই নির্দেশ জারি করেছে।” গুগনেসন আরও বলেছেন, “অগ্নিকাণ্ডের সাম্প্রতিক ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছে। এটা একটি সতর্কতামূলক ব্যবস্থা। এর আগেও রেল বোর্ড এ ধরনের নির্দেশ জারি করেছিল।”

যেভাবে পর পর ট্রেন আগুন লাগছে তাতে যাত্রীদের নিরাপত্তার খাতিরে এবার থেকে ট্রেনের ভিতর কোনও রকম ফোনে চার্জ দেওয়া বা অন্য কোনও কাজে পাওয়ার সাপ্লাই ব্যবহার করা বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

 

Advt

spot_img

Related articles

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...

ফর্ম ফিলাপ পর্বে চা শ্রমিকদের বাড়ি যান: বিশেষ নির্দেশ অভিষেকের

জটিল থেকে জটিলতর হচ্ছে ভোটাদের ন্যায্য ভোটার হিসাবে ভোটকেন্দ্রে পৌঁছানোর পথ। একদিকে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে নথি...

গোল করতে ব্যর্থ দুই দলই, মোহনবাগানকে টেক্কা দিয়ে সুপার কাপের সেমিতে ইস্টবেঙ্গল

সুপার কাপের ডার্বি ড্র। খেলার ফল ০-০। গোল পার্থক্যে এগিয়ে থেকে (Super CUP)সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল। বিদায় নিল...