নিজেকে নন্দীগ্রামের (Nandigram) ভূমিপুত্র জাহির করতে ভোটের কিছুদিন আগেই এখানকার ভোটার তালিকায় নাম তুলেছিলেন বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। এদিন দ্বিতীয় দফায় ভোটে নিজের কেন্দ্রে ভোট দিলেন শুভেন্দু। নন্দীগ্রামের নন্দনায়েকবাড়ের ৭৬ নং বুথে ভোট দিলেন শুভেন্দু অধিকারী। বুথের বাইরে তখন বিজেপি কর্মী-সমর্থকদের তুমুল “জয় শ্রীরাম ধ্বনি” উঠল।

আজ, বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ এক অনুগামীরা বাইকে চেপে ভোট দিতে গেলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এরপর সারাদিন তিনি বিভিন্ন বুথে বুথে ঘুরবেন।


আরও পড়ুন:সিল করা হল সীমান্ত, জারি ১৪৪ ধারা, নজিরবিহীন নিরাপত্তা নন্দীগ্রাম জুড়ে
