বৃহস্পতিবার চেন্নাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ( rcb) শিবিরে যোগ দিলেন বিরাট কোহলি( virat kohli) এবং এবি ডিভিলিয়ার্স( AB de Villiers)। টুইট করে জানানো হল দলের তরফে থেকে।

বৃহস্পতিবার সকালে আরসিবিতে যোগ দেন ডিভিলিয়ার্স। হোটেলে ঢুকেই সাত দিনের নিভৃতবাসে চলে যান তিনি। এদিন টুইট করে আরসিবির তরফ থেকে জানানো হয়,” মহাকাশযান অবশেষে এসে পড়ল। চেন্নাইয়ে আরসিবি-র বলয়ে যোগ দিলেন এবি ডিভিলিয়ার্স।

এদিকে দুপুরে যোগ দিলেন কোহলি। দুপুর একটা নাগাদ তাঁর হোটেলে ঢোকার খবর জানায় আরসিবি। টুইটে তারা লেখেন, “আপনারা যদি ভাবেন সোশ্যাল মিডিয়াকে অবাক করার সময় শেষ হয়ে গিয়েছে, তাহলে আর একবার ভাবুন। চেন্নাইয়ে পৌঁছলেন অধিনায়ক বিরাট কোহলি।”

আরও পড়ুন:বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ম্যাচে দুর্বল দলের কাছে হার জার্মানির
