Thursday, August 21, 2025

মমতার অভিযোগ সত্যি, বিজেপি বুথ সভাপতির ঘর থেকেই উদ্ধার অস্ত্রশস্ত্র সহ তাজা বোমা

Date:

Share post:

বিধানসভা ভোটের আগেই রাজ্যে দুষ্কৃতী ঢুকছে বলে একাধিকবার সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। এমনকি এইনিয়ে তৃণমূলের পক্ষ থেকে কমিশনের কাছে নালিশও জানান হয়েছে। তৃণমূল নেত্রীর অভিযোগকে সত্যি করেই এবার আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হলেন বিজেপির রাজ্যের এক বুথ সভাপতি। শুধু অস্ত্র নয়, বিজেপি নেতার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রচুর সংখ্যায় তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ। তৃতীয় দফা ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের এই চান্চল্যকর ঘটনায় রীতিমত রাজ্যজুড়ে সরব হয়েছেন সাধারণ মানুষ। সেইসঙ্গে গেরুয়া শিবিরকে ঘিরে উঠেছে সমালোচনার ঝড়।

ভোটের আবহে বিজেপি নেতার ঘর থেকে কী কারণে এত পরিমাণ তাজা বোমা ও অস্ত্রশস্ত্র, তা আর বলার অবকাশ রাখে না। তবে অপরাধীকে উচিত শাস্তি দেওয়ার পক্ষে সওয়াল করেছে রাজ্যবাসী।

আরও পড়ুন- প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়া বুথে বাহিনী,পুলিস ঢুকবেনা, নির্দেশ কমিশনের

পুলিশ সূত্রের খবর, রাজ্যে দ্বিতীয় দফা ভোটের দিনই বজবজ থানায় একটি ফোন আসে। তাতে জানানো হয়, বজবজের গোবরঝুড়ি খালের ধারে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে এক ব্যক্তি। তড়িঘড়ি ওই এলাকায় হানা দেয় পুলিশ। সঙ্গে ছিল সাদা পোশাকের পুলিশও। আর ঘটনাস্থল থেকেই একটি ওয়ান শাটার রিভলবার সহ বিজেপির বুইতা অঞ্চলের ৪ নম্বর মণ্ডলের বুথ সভাপতি বিশ্বজিৎ পোল্লেকে গ্রেফতার করা হয়। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এবার প্রথম নয়, এর আগেও এই বিজেপি নেতার নামে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল বজবজ থানায়। কিন্তু অনেকদিন ধরেই পলাতক ছিল সে। ভোটের মাঝে কেন এলাকায় ফিরল সে, আর ওয়ান শাটার রিভলবারটি কোথা থেকে পেল সে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে, এলাকায় আতঙ্ক বাড়িয়ে সে পুলিশকে জানায়, ভোটের সময় সন্ত্রাস তৈরির জন্য প্রচুর পরিমানে বোমা রাখা হয়েছে। সেই প্রচুর সংখ্যায় বোমাও পুলিশ উদ্ধার করেছে।

Advt

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...