Monday, November 10, 2025

মমতার অভিযোগ সত্যি, বিজেপি বুথ সভাপতির ঘর থেকেই উদ্ধার অস্ত্রশস্ত্র সহ তাজা বোমা

Date:

Share post:

বিধানসভা ভোটের আগেই রাজ্যে দুষ্কৃতী ঢুকছে বলে একাধিকবার সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। এমনকি এইনিয়ে তৃণমূলের পক্ষ থেকে কমিশনের কাছে নালিশও জানান হয়েছে। তৃণমূল নেত্রীর অভিযোগকে সত্যি করেই এবার আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হলেন বিজেপির রাজ্যের এক বুথ সভাপতি। শুধু অস্ত্র নয়, বিজেপি নেতার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রচুর সংখ্যায় তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ। তৃতীয় দফা ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের এই চান্চল্যকর ঘটনায় রীতিমত রাজ্যজুড়ে সরব হয়েছেন সাধারণ মানুষ। সেইসঙ্গে গেরুয়া শিবিরকে ঘিরে উঠেছে সমালোচনার ঝড়।

ভোটের আবহে বিজেপি নেতার ঘর থেকে কী কারণে এত পরিমাণ তাজা বোমা ও অস্ত্রশস্ত্র, তা আর বলার অবকাশ রাখে না। তবে অপরাধীকে উচিত শাস্তি দেওয়ার পক্ষে সওয়াল করেছে রাজ্যবাসী।

আরও পড়ুন- প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়া বুথে বাহিনী,পুলিস ঢুকবেনা, নির্দেশ কমিশনের

পুলিশ সূত্রের খবর, রাজ্যে দ্বিতীয় দফা ভোটের দিনই বজবজ থানায় একটি ফোন আসে। তাতে জানানো হয়, বজবজের গোবরঝুড়ি খালের ধারে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে এক ব্যক্তি। তড়িঘড়ি ওই এলাকায় হানা দেয় পুলিশ। সঙ্গে ছিল সাদা পোশাকের পুলিশও। আর ঘটনাস্থল থেকেই একটি ওয়ান শাটার রিভলবার সহ বিজেপির বুইতা অঞ্চলের ৪ নম্বর মণ্ডলের বুথ সভাপতি বিশ্বজিৎ পোল্লেকে গ্রেফতার করা হয়। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এবার প্রথম নয়, এর আগেও এই বিজেপি নেতার নামে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল বজবজ থানায়। কিন্তু অনেকদিন ধরেই পলাতক ছিল সে। ভোটের মাঝে কেন এলাকায় ফিরল সে, আর ওয়ান শাটার রিভলবারটি কোথা থেকে পেল সে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে, এলাকায় আতঙ্ক বাড়িয়ে সে পুলিশকে জানায়, ভোটের সময় সন্ত্রাস তৈরির জন্য প্রচুর পরিমানে বোমা রাখা হয়েছে। সেই প্রচুর সংখ্যায় বোমাও পুলিশ উদ্ধার করেছে।

Advt

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...