যারা বাংলায় কাজ করেছেন তাদের মধ্যে কেউ একজন বাংলার মুখ্যমন্ত্রী হবেন। আমাকে দল এতদিন ধরে যে দায়িত্ব দিয়েছে আমি আমার সেই দায়িত্ব পালন করে এসেছি। তবে দল কাকে কি দায়িত্ব দেবে সেটা দলই ঠিক করবে। সোমবার হাওড়া দক্ষিণে দলীয় প্রার্থী রন্তিদেব সেনগুপ্তর সমর্থনে রোড শোতে অংশ নেন দিলীপ ঘোষ । এরপর শিবপুরে রথীন চক্রবর্তীর সমর্থনে রোড শো করেন বিজেপি রাজ্য সভাপতি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, ‘আমরা যেরকম চেয়েছিলাম সেইরকম খেলা হয়েছে। আমরা খেলেছি বাকিরা মাঠের বাইরে হয়ে গেছে দুই পর্যায়ে। আর তৃতীয় পর্যায়ের পরে মাঠে নামার সাহস করবেনা’।
ভোটের সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা প্রসঙ্গে দিলীপ বলেন, আমার মনে হচ্ছে যেভাবে কাজ করছে সেন্ট্রাল এজেন্সিগুলো কাউকে জেলের বাইরে রাখবে না।
