Sunday, November 9, 2025

লকডাউনের সম্ভাবনা উড়িয়ে প্রধানমন্ত্রীর সওয়াল ‘করোনা- কার্ফু’, হবে ‘টিকা উৎসব’-ও

Date:

Share post:

করোনা সংক্রমণ ঝড়ের বেগে বৃদ্ধির ফলে দেশে আবারও কি লকডাউন (Lockdown) হতে চলেছে?

করোনা-কারনে একাধিক রাজ্যে ইতিমধ্যেই আংশিক বা সাময়িক লকডাউনের ঘোষণা হয়েছে। স্বাভাবিকভাবেই দেশজুড়ে জল্পনা, সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে কি আবারও লকডাউন ঘোষণা করা হবে?

বৃহস্পতিবার সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM MODI)৷লকডাউনের পরিবর্তে ‘করোনা- কার্ফু’-র কথা বলেছেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছেন, আগামী ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল দেশজুড়ে ‘টিকা উৎসব’ চালু করা হোক।

করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি জানান, লকডাউনের পরিবর্তে রাত ৯টা বা ১০ টা থেকে ‘করোনা-কার্ফু’ জারি করা যেতে পারে। এই কার্ফু চলতে পারে ভোর ৫টা বা ৬টা পর্যন্ত। প্রধানমন্ত্রী বলেছেন, “ছোটো ছোটো কনটেন্টমেন্ট জোনের উপর এবার আমাদের জোর দিতে হবে। যেখানে যেখানে নাইট কার্ফু চলছে, সেখানে নাম পরিবর্তন করে “করোনা-কার্ফু” নাম রাখা হোক, যাতে করোনার প্রতি সচেতনতা গড়ে ওঠে। তিনি বলেন, নৈশ কার্ফু নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন। কিন্তু নৈশ কার্ফুর ফলে অন্যান্য সময়ের কাজে প্রভাব পড়ে না। এই নামেই চালু করা হোক। এই “করোনা- কার্ফু” মানুষকে শিক্ষিত করার কাজে লাগবে।’

আরও পড়ুন- সংখ্যালঘুদের পাকিস্তানি বলা হচ্ছে, কমিশনের কাছে জবাব চাইলেন মমতা

এবার সংক্রমণ যে দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে, এদিনের বৈঠকে তা মোদি স্বীকার করেন৷ তবুও কেন লকডাউনের প্রয়োজন নেই, তার ব্যাখ্যাও দেন। জানান, করোনার প্রথম ঢেউ যখন এসেছিলো, তখন দেশে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার উপযুক্ত পরিকাঠামো ছিল না। পরিকাঠামোর অপ্রতুলতা ছিল। কিন্তু দেশ এখন নিজস্ব পরিকাঠামো গড়ে তুলতে পেরেছে। একইসঙ্গে টিকাকরণও হচ্ছে। তাই এখন লকডাউনের প্রয়োজন নেই৷

এদিন প্রধানমন্ত্রী প্রস্তাব দেন, আগামী ১১ এপ্রিল (রবিবার) থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে ‘টিকা উৎসব’ চালু করা হোক। সেই সময় দেশে যত বেশি সংখ্যক টিকাদানের উপর জোর দিয়েছেন তিনি।

আরও পড়ুন- প্রচারে মমতার নিশানায় শোভন, ডায়মন্ড হারবার পর্যন্ত মেট্রোর প্রতিশ্রুতি

Advt

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...