রাহুল গান্ধী উত্তরবঙ্গে প্রচারে আসছেন ১৪ এপ্রিল

অবশেষে বাংলায় প্রচারে (WBelection 2021) আসছেন কংগ্রেস (Congress) সাংসদ
রাহুল গান্ধী (Rahul Gandhi)। জানা গিয়েছে, আগামী ১৪ এপ্রিল উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে সভা করবেন৷ এরপর তাঁর সভা রয়েছে মাটিগাড়া এবং নকশালবাড়িতেও।

কেরল, অসমের নির্বাচনে রাহুল প্রচারে গেলেও বাংলায় ৪ দফায় ভোটে তাঁকে দেখা যায়নি৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাহুল এখন কেরলের সাংসদ৷ কেরলে কংগ্রেস বামেদের বিরুদ্ধে লড়েছে৷ এদিকে বাংলায় কংগ্রেস জোট করেছে ওই বামেদের সঙ্গেই৷ সকালে কেরলে সভা করে পিনারাই বিজয়নের সিপিএমকে হারাতে বলবেন, আর বিকেলে বাংলায় সভা করতে এসে ওই বিজয়নের সিপিএমকে ভোট দিতে বলবেন, এই দ্বিচারিতা কেরলের মানুষ কিছুতেই মেনে নিতেন না৷ এখন কেরলের ভোট শেষ, মানুষ নিজেদের মতামত জানিয়ে দিয়েছেন৷ এখন বাংলায় এসে সিপিএমের ‘জয়গান’ গাইলেও কেরলে তার প্রভাব পড়বে না৷ এই সুবিধাজনক পরিস্থিতির সুযোগ নিয়েই বাংলায় আসছেন রাহুল গান্ধী ৷ এই কারনেই বাংলায় ৪ দফায় ভোটে তাঁকে দেখা যায়নি৷

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত মোর্চার ব্রিগেডে সমাবেশের দিনও দেখা যায়নি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। কংগ্রেসের শীর্ষস্তরের কোনও নেতাকেও সেদিন মঞ্চে দেখা যায়নি। আসলে বাংলায় জোটে থাকলেও কেরলে দুই প্রধান প্রতিপক্ষ হল বাম ও কংগ্রেস। তাই যতদিন কেরল ভোট চলছিল, ততদিন রাহুল গান্ধী বাম নেতাদের সঙ্গে একই মঞ্চে পাশাপাশি বসতেই চাননি৷

আপাতত ঠিক হয়েছে, আগামী ১৪ এপ্রিল উত্তরবঙ্গে প্রচারে আসছেন রাহুল গান্ধী। এখন দেখার প্রচারে এসে রাহুল সিপিএমকে ভোট দেওয়ার প্রশ্নে কোন বার্তা দেন।

Advt

Previous articleচোখ রাঙাচ্ছে করোনা, একদিনে দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার ৯১২
Next articleভোটের আগে ফের ভাটপাড়ায় অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ১