ভোটের আগে ফের ভাটপাড়ায় অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ১

পঞ্চম দফার ভোটের আগে ফের উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়া থেকে অস্ত্র কারখানার হদিশ মিলল। রবিবার রাতে তল্লাশি চালিয়ে পুলিশ আগ্নেয়াস্ত্র তৈরির অত্যাধুনিক মেশিন ও সরঞ্জামও উদ্ধার করেছে। ভোটে অশান্তি ছড়াতেই এই অস্ত্র মজুত রাখা হচ্ছিল বলে মনে করছে পুলিশ। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে তারা । পলাতক বেশ কয়েকজন।

জানা গেছে,  রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়ার কলাবাগান এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সেখানে তারা একটি অস্ত্র কারখানার হদিশ পায়। সেখান থেকে ২ টি আগ্নেয়াস্ত্র,  গুলির খোল এবং  আগ্নেয়াস্ত্রের বেশ কয়েকটি কাঠামো পাওয়া গেছে। এছাড়াও আগ্নেয়াস্ত্র তৈরির অত্যাধুনিক মেশিন ও সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ।

প্রসঙ্গত, শনিবার রাতে ভাটপাড়া থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ তাজা বোমা, গুলি , বোমা তৈরির মশালা ও আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম। যদিও সেই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি। পুলিশ সূত্রের খবর, ভাটপাড়ার দুই দুষ্কৃতী এই ঘটনায় জড়িত। তাই তাঁদের খোঁজে এলাকায় চিরুণী তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advt

Previous articleরাহুল গান্ধী উত্তরবঙ্গে প্রচারে আসছেন ১৪ এপ্রিল
Next articleইকো পার্কে এবার আদিবাসী রেস্তরাঁ