Thursday, November 6, 2025

দিলীপ ঘোষের প্রচারের উপর নিষেধাজ্ঞার দাবিতে কমিশনে চিঠি তৃণমূলের

Date:

Share post:

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং ভোটের পরবর্তী দফাগুলিতে তাঁর প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিলো তৃণমূল।

শনিবার শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর পরদিনই বরানগরে দলের এক প্রচারসভায় বিতর্কিত কিছু মন্তব্য করেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ওই সভায় দিলীপবাবু বলেন, “বাড়াবাড়ি করলে এলাকায় এলাকায় শীতলকুচি হবে”। দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরুদ্ধেই নির্বাচন কমিশনে (ECI) চিঠি দিলো তৃণমূল। কমিশনে দেওয়া তৃণমূলের চিঠিতে বলা হয়েছে, “দিলীপ ঘোষের মন্তব্যে এটা স্পষ্ট যে, তিনি শীতলকুচির হিংসার ঘটনা সমর্থন করেন। পরবর্তী ৪ দফার নির্বাচনে এমন হিংসার ঘটনা ফের ঘটবে, সেই ইঙ্গিতও বিজেপির রাজ্য সভাপতির বক্তব্যে রয়েছে। তা ছাড়া পরবর্তী দফায় কেন্দ্রীয় বাহিনী যদি ভোটদান প্রক্রিয়ায় বেআইনি কাজ করে, তাহলেও তার প্রতিবাদ করতে ভয় পাবেন সাধারণ মানুষ। আইনের শাসনে এমন ঘটনা ঘটতে পারে না”৷
দিলীপ ঘোষই শুধু নয়, নাম না করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধেও অভিযোগ আনা লয়েছে তৃণমূলের (TMC) পাঠানো চিঠিতে। চিঠিতে লেখা হয়েছে, “যিনি বাংলার নির্বাচনে বিজেপি-র একজন স্টার ক্যাম্পেনার, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও ইন্ধন দিয়েছে এই ঘটনায়। দিলীপ ঘোষের এই মন্তব্য শান্তিপূর্ণ নির্বাচনের পরিপন্থী। এই মন্তব্য সাধারণ ভোটারদের মধ্যে ভয়ের উদ্রেক করবে। তা ভোটদান প্রক্রিয়াকে প্রভাবিত করবে”।

এই সব কারণেই দিলীপ ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে কমিশনে দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

Advt

spot_img

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...