বাংলা নববর্ষে (Bengali New Year) বঙ্গবাসীকে বাংলায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister Narendra Modi)। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ( president of india Ram nath kovind)এদিন বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সকলের সুস্বাস্থ্য, সুস্থ জীবন এবং মঙ্গল কামনা করেছেন রাষ্ট্রপতি।

পুণ্যভূমি পশ্চিমবঙ্গে নববর্ষে নতুনের সূচনা হোক, রাজ্য প্রগতির পথে এগিয়ে যাক ! pic.twitter.com/pioL9mn5ik
— Narendra Modi (@narendramodi) April 15, 2021
নববর্ষ উপলক্ষে এ দিন সকালেই শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী৷ তবে ভোট আবহে বাদ যায়নি ভোটের প্রচারও। তাই ট্যুইট বার্তার সঙ্গে বাংলায় বিজেপির নতুন একটি থিম সং-ও শেয়ার করেছেন মোদি৷ প্রধানমন্ত্রীর বার্তায় বলা হয়েছে, ‘এবার বাংলায় মোদি সরকার, এবার বাংলায় বিজেপি সরকার৷ পুণ্যভূমি পশ্চিমবঙ্গে নববর্ষে নতুনের সূচনা হোক, রাজ্য প্রগতির পথে এগিয়ে যাক৷’ প্রায় সাড়ে তিন মিনিটের এই ভিডিওটিতে উজ্জ্বলা যোজনা থেকে আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলির কথা রয়েছে৷ আবার সোনার বাংলার কথাও আছে।
