বি-টাউনে ফের থাবা বসাল করোনা। এবার আক্রান্ত গরীবদের ‘ভগবান’ অভিনেতা সোনু সুদ। কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পরই নিজেকে কোয়ারেন্টিনে রেখেছেন অভিনেতা। তবে তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
শনিবার নিজের সোশ্যাল পেজে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন সোনু। সেখানে তিনি লিখেছেন,” আজ সকালে আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সুরক্ষাবিধির কথা মাথায় রেখে আমি নিজেকে কোয়ারেন্টীনে রেখেছি এবাং যথেষ্ট যত্ন নিচ্ছি। আপানারা চিন্তা করবেন না। এখন আমি আরও বেশি সময় পাবো আপনাদের সমস্যা সমাধান করোতে। মনে রাখবেন আমি সব সময় আপনাদের পাশে আছি”।

গত বছর লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের কাছে ‘ভগবান’ হয়ে উঠেছিলেন অভিনেতা সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো, পড়াশুনো করানো, আর্থিক সাহায্য করা ,এমনকি কৃষক আন্দোলনেও সামিল হয়েছেন অভিনেতা সোনু সুদ। রিল লাইফে খলনায়ক হলেও রিয়েল লাইফে সোনু ‘নায়ক’। সম্প্রতি পাঞ্জাবের কোভিড ভ্যাকসিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন সোনু।
