Friday, January 2, 2026

২৪ ঘণ্টার জন্য সায়ন্তন বসু এবং সুজাতা মণ্ডল খাঁয়ের ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি কমিশনের

Date:

Share post:

বিজেপি নেতা সায়ন্তন বসু এবং আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁয়ের ভোট প্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। সুজাতা মণ্ডল খাঁ রবিবার সন্ধে ৭টা থেকে সোমবার সন্ধে ৭টা পর্যন্ত প্রচারে অংশ নিতে পারবেন না তিনি।

জলপাইগুড়ির বানারহাটে একটি জনসভায় শীতলকুচি কাণ্ড নিয়ে সায়ন্তন বলেন, “খেলা বেশি খেলতে যেও না, শীতলকুচি খেলে দেব৷ জীবনে প্রথমবার ভোট দিতে যাওয়া আনন্দ বর্মনকে হত্যা করেছে ওরা। সে বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখের ভাই ছিল। আমরা এর পর আর অপেক্ষা করব না। চার জনকে ইতিমধ্যেই স্বর্গে পাঠানো হয়েছে। শোলে সিনেমায় একটা ডায়লগ ছিল যদি আপনাদের মনে থাকে, তুমি একটা মারলে আমরা চারটে মারবো। শীতলকুচি তার সাক্ষী থাকল। তোমরা একটা মারলে, আমরা চারটে মারবো।” শীতলকুচিতে সিআইএসএফ-এর গুলি চালানোয় মারা গিয়েছিলেন ৪ জন। এই ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্যই তাঁর ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন-ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী এজেন্ট নান্নু হোসেন প্রয়াত

আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁয়ের ভোট প্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। রবিবার সন্ধে ৭টা থেকে সোমবার সন্ধে ৭টা পর্যন্ত প্রচারে অংশ নিতে পারবেন না তিনি জানিয়েছে কমিশন। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে তফশিলী জাতি সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করার জেরে কমিশন সুজাতার ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে বলে খবর।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা রাহুল সিনহার পর সায়ন্তন বসু এবং সুজাতা মণ্ডল খাঁয়ের ভোটপ্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।

Advt

spot_img

Related articles

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...