Sunday, November 16, 2025

ভোটের ইতিহাসে একাধিক রেকর্ড তৃণমূলের, সব অঙ্কই ভুল করে ডাহা ফেল মোদি- শাহ

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের ফলাফল প্রমান করেছে, বাংলায় তৃণমূলের শিকড় কতখানি গভীরে৷

ফল-বিশ্লেষণে চমকপ্রদ এমন সব তথ্য উঠে এসেছে, যা এ দেশের নির্বাচনী ইতিহাসে আগে কখনও ঘটেনি৷ নির্বাচন কমিশন-সহ সব ধরনের কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়েও বিজেপি মুখ থুবড়ে পড়েছে৷ গেরুয়া নেতা-কর্মীরা হামেশাই দাবি করে, বিজেপির ‘ইলেকশন মেশিনারি’ দেশের সেরা৷ ভাবতে পছন্দ করেন, অমিত শাহের মতো ‘ভোট-বোদ্ধা’ দেশে আগেও ছিলোনা, এখনও নেই৷ ২০১৯-এর লোকসভা ভোটে শাহ নাকি বাংলা থেকে দল কত আসন পাবে, তা মিলিয়ে দিয়েছিলেন৷ সেই শাহ এবার স্পষ্ট জানিয়েছিলেন, এই ভোটে বিজেপির আসন সংখ্যা ২০০ অতিক্রম করবে৷ ৭৭-এ থেমেছে বিজেপি ‘জয়যাত্রা’৷

আরও একধাপ এগিয়ে শাহ দফাওয়ারি আসনপ্রাপ্তির সংখ্যা জানাতে থাকেন প্রতিটি দফার ভোটের পর৷ যদিও তা তৃতীয় দফাতে এসেই শেষ হয়েছিলো৷ আর এগোতে সাহস পাননি৷ কী হিসাব তিনি দিয়েছিলেন?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন,
◾প্রথম দফার ৩০ আসনের ভোটে বিজেপি ‘পেয়ে গিয়েছে’ ২৬টি আসন৷ ফলপ্রকাশের পর দেখা গিয়েছে বিজেপির ঝুলিতে গিয়েছে ১২ আসন৷ তৃণমূল পেয়েছে বাকি ১৮টি৷
◾ দ্বিতীয় দফার ৩০ আসনের ভোটের পরই শাহ জানিয়েছিলেন, বিজেপির পক্ষে গিয়েছে ২২ আসন৷ বাস্তবে তৃণমূল পেয়েছে ১৯ আসন৷ শাহি-হিসাবের অর্ধেক, ১১টি পায় বিজেপি৷

◾তৃতীয় দফায় ভোট হয় ৩১ আসনে৷ শাহের দাবি ছিলো ২৬ আসনের৷ বিজেপি পেয়েছে ৩টি আসন৷ এর পরের দফা থেকে অমিত শাহ দফাভিত্তিক পূর্বাভাস দেওয়া বন্ধ করেন৷

◾শাহের হিসাব ছিলো প্রথম ৩ দফার মোট ৯১ আসনের মধ্যে বিজেপি দখল করবে ৭৪ আসন৷ বাস্তবে গেরুয়া বাহিনী পেয়েছে ২৬ আসন৷ তৃণমূল পেয়েছে ৬৫ আসন৷

আরও চমকপ্রদ তথ্য আছে ভোটের ফলাফলে৷ কিছু তথ্য দেখা যাক !

◾(১) একুশের ভোটে তৃণমূলের জেতা ২১৩ আসনে জয়ের মার্জিনের গড় হিসাবে দেখা যাচ্ছে শাসক দলের প্রার্থীদের জয়ের গড় মার্জিন ৩১,৭৬০ ভোট৷ তৃণমূলের জয়ের এই গড়-ব্যবধান ভারতের যে কোনও বিধানসভা নির্বাচনে যে কোনও দলের জয়ের মার্জিনের সর্বোচ্চ- গড়। ইতিহাস রচনা করেছে বাংলার শাসক দল৷

◾২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের গড়-মার্জিন ছিলো
২২,২২৬ ভোট৷

◾২০১১ সালের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থীদের জয়ের গড়- ব্যবধান ছিলো ২০,৪৯৫ ভোট৷

◾২০০৬ সালে শেষ বামফ্রন্ট সরকারে ফ্রন্ট প্রার্থীদের জেতার গড়-ব্যবধান ছিলো ২৩,০৮০ ভোট৷

◾অপরদিকে একুশের ভোটে বিজেপির জয়ী ৭৭ প্রার্থীর জয়ের গড় ব্যবধান ১৪,০০৯ ভোট৷

◾(২) এবারের নির্বাচনে তৃণমূল ৪৩টি আসনে জয়ী হয়েছে ৫০ হাজারের বেশি ভোটে৷
◾২০১৬ সালের ভোটে ১১ আসনে তৃণমূল জিতেছিলো ৫০ হাজারের বেশি ভোটে৷
◾২০১১ সালের ভোটে মাত্র ৪ আসনে তৃণমূল জিতেছিলো ৫০ হাজারের বেশি ভোটে৷

◾২০০৬ সালে শেষ বামফ্রন্ট সরকারের ভোটে ফ্রন্টপ্রার্থীরা ২২টি আসনে জিতেছিলো ৫০ হাজারের বেশি ভোটে৷

বিগত দু’টি নির্বাচনের তুলনায় একুশের ভোট তৃণমূলের কাছে একটু কঠিন ছিলো৷ সেই ‘কঠিন’ ভোটেই এই চমকপ্রদ ফল করে রেকর্ড করেছে শাসক দল৷

◾(৩) এবারের নির্বাচনে বিস্ময়কর ভাবে অল্প ব্যবধানে জয়ী প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে তৃণমূল৷ এবার মাত্র ১৩ আসনে তৃণমূল জিতেছে ৫ হাজারের কম ভোটে৷ ২০১৬-তে এই সংখ্যা ছিলো ১৫ এবং ২০১১-তে সংখ্যাটি ছিলো ১৮টি৷ ২০০৬ সালে বামেদের ৩০ প্রার্থী জিতেছিলেন ৫ হাজারের কম ভোটে৷

◾(৪) একুশের নির্বাচনে দেশের শাসক দল বিজেপি বাংলায় মাত্র ৫টি আসনে ৩০ হাজারের বেশি ভোটে জয়ী হতে পেরেছে৷ এই ৫টি’র মধ্যে ৩টি উত্তরবঙ্গের আসন৷ ৩১’টি আসনে বিজেপির জয়ের ব্যবধান ৫ হাজার থেকে ১০ হাজার ভোটের মধ্যে৷ এবং ২২ আসনে জয় পেয়েছে ৫ হাজারেরও কম ভোটে।

আরও পড়ুন:করোনা পরিস্থিতি জানতে ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর

একুশের ভোটে ইতিহাস গড়েছে তৃণমূল৷ দেশের নির্বাচনের ইতিহাসে এবারের ফলাফল নজিরবিহীন ৷ তথাকথিত দুই ‘দেশনায়ক’ নরেন্দ্র মোদি এবং অমিত শাহ বঙ্গ-ভোটে কোনও অঙ্কই মেলাতে না পেরে করলেন ডাহা ফেল৷

Advt

spot_img

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...