Wednesday, November 12, 2025

কোভ্যাক্সিনকে শিশুদের উপর চূড়ান্ত ট্রায়ালের ছাড়পত্র দিল ডিসিজিআই

Date:

Share post:

করোনা-মোকাবিলায় এ বার ভারতেও ২ থেকে ১৮ বছর বয়সিদের উপর দেশি টিকা কোভ্যাক্সিনকে পরীক্ষামূলক প্রয়োগ বা ট্রায়ালের অনুমতি দিল ডিসিজিআই। ভারতে এই প্রথম ২-১৮ বছর বয়সীদের উপর ট্রায়ালের অনুমতি পেল কোনও করোনা টিকা।

গতবছর করোনায় তুলনামূলক ভাবে কম আক্রান্ত হচ্ছিল শিশুরা। মূলত আক্রান্ত হয়েছিলেন প্রবীণরাই। তবে এই বছর করোনার সেকেন্ডে ওয়েভে আর কোনও বাছবিচার নেই। আট থেকে আশি সকলেই করোনা আক্রান্ত হচ্ছেন। এর আগে অবশ্য চিকিৎসক ও বিশেষজ্ঞরা দাবি করেছিলেন, তৃতীয় ঢেউতে সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে শিশুরা। সেজন্যই দেশে শিশুদের জন্যও একটি ভ্যাকসিন থাকা অত্যন্ত জরুরি। এর আগে বিদেশের একাধিক দেশে শিশুদের ওপর করোনা ভ্যাকসিনের ট্রায়াল চালানো হয়েছে। তবে ভারতে হয়নি। এমনকি কানাডা ও আমেরিকায় ইতিমধ্যেই ১২-ঊর্ধ্ব শিশু-কিশোরদের টিকাকরণ শুরু হয়ে গিয়েছে।

ডিসিজিআইয়ের ছাড়পত্রের পর কোভ্যাক্সিন নির্মাতা ভারত বায়োটেক জানিয়েছে, ৫২৫ জনের ওপর এই ট্রায়াল চালানো হবে। দেশের দিল্লি এইমস, পাটনা এইমস, নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে এই ট্রায়াল চলবে বলে সূত্রের খবর। তবে ভারত বায়োটেকের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। উল্লেখ্য, আমেরিকায় ইতিমধ্যেই ১২ ঊর্ধ্বদের জন্য টিকা দেওয়ার ক্ষেত্রে অনুমোদন মিলেছে। স্বাস্থ্য অধিকর্তা ও বিশেষজ্ঞদের মতে, মহামারীতে যদি শিশুদের জন্য টিকা পাওয়া যায় তাহলে আক্রান্তের হারে স্বাভাবিক ভাবেই রাশ টানা যেতে পারে। সেই আশাই এবার দেখাচ্ছে ভারত বায়োটেক।

দেশে এই মুহূর্তে সার্বিক টিকাকরণের আওতায় আনা হয়েছে ১৮-ঊর্ধ্বদের। করোনার দ্বিতীয় ঝড় ঠেকাতে টিকাকরণে গতি আনার কথা বলছেন প্রায় সব চিকিৎসকেরাই। এরই মধ্যে আবার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পূর্বাভাস মিলেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ঝড়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। সেই কারণেই অভিভাবকদের একাংশের তরফে ছোটদের করোনা-টিকা দেওয়ার দাবি উঠছিল।

আরও পড়ুন- ‘কাজ নেই, টাকা নেই, পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব নিতে হবে কেন্দ্রকেই’, জানাল সুপ্রিম কোর্ট

Advt

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...