Tuesday, May 13, 2025

লড়াই করে বাংলায় কিষাণ নিধি-র প্রাপ্য টাকা এনেছি: মমতা

Date:

Share post:

চাপে পরে বাংলার কৃষকদের পিএম কিষাণ নিধি প্রকল্পের প্রাপ্য টাকা দিল মোদি সরকার। মাসিক কিস্তির ২ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে বাংলার প্রায় ৭ লক্ষ কৃষকের। পশ্চিমবঙ্গের কৃষকদের এই টাকা মিলবে ৩ কিস্তিতে। কেন্দ্রীয় প্রকল্পের অষ্টম কিস্তি এবার দেওয়া হল দেশের মোট সাড়ে ৯ কোটি কৃষককে। শুক্রবার কিষাণ নিধি প্রকল্পের টাকা বণ্টনের আগে কৃষকদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কীভাবে কৃষিকাজ চলছে, সেসব বিস্তারিত জানতে চান মোদি। পিএম কিষাণ নিধি প্রকল্পে এই দফায় ২০ হাজার কোটি হাজার টাকা খরচ করা হচ্ছে বলেও জানান তিনি। ভিডিও কনফারেন্সে ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরও।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে রাজ্যের কৃষকদের ১৮ হাজার টাকা প্রাপ্য হলেও তাঁরা অনেক কম টাকা পাচ্ছেন। রাজ্য সরকার যদি কেন্দ্রের কাছে দাবি না তুলত, এটাও তাঁরা পেতেন না। চিঠি লিখে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে পশ্চিমবঙ্গের কৃষকদের বরাদ্দ টাকা নিয়ে হিসেবে গরমিল থাকছেই। একুশের নির্বাচনের আগে কেন্দ্রের নেতা-মন্ত্রীরা বাংলায় বারবার প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন,সমস্ত জট কাটলে পিএম কিষাণ নিধি প্রকল্পে ১৮ হাজার টাকা পাবেন কৃষকরা। কিন্তু আসলে দেখা গেল প্রথম কিস্তিতে মিলল মাত্র ২ হাজার টাকা। বাকি দুই কিস্তি মিলিয়ে আরও ৪ হাজার টাকা মিলবে বলেই জানা যাচ্ছে। তবে কোথায় গেল ১৮ হাজার পাওয়ার প্রতিশ্রুতি ? এ নিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের কটাক্ষ, কেন্দ্রের থেকে বাংলার ভাঁড়ারে প্রাপ্তি শূন্য।

আরও পড়ুন-‘কোভিড ভয় পাওয়ার মতো কোনও ভূত নয়’, করোনাকে হারিয়ে সুস্থ ১০৩ বছরের স্বাধীনতা সংগ্রামী

মমতা চিঠিতে লিখেছেন, “আজ রাজের ৭ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা আসার কথা। সেই উপলক্ষে কৃষকদের শুভেচ্ছা।” মোদি সরকারের ওই প্রকল্পে রাজ্যের যে কৃষকরা নথিভুক্ত হয়েছেন, তাঁদের টাকা দেওয়ার দাবি কেন্দ্রের কাছে জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মুখ্যমন্ত্রী আরও জানান, ১৮ হাজার টাকা প্রাপ্য হলেও, কৃষকরা পাচ্ছেন অনেক কম। মমতার দাবি, এটুকুও কৃষকরা পেতেন না যদি না রাজ্য সরকার তাঁদের জন্য লড়াই করত। এরইসঙ্গে মমতা প্রতিশ্রতি দিয়েছেন, কৃষকদের প্রাপ্য আদায়ের জন্য সরকার তাঁদের পাশে থাকবে।

কৃষকদের উদ্দেশে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “নানা অজুহাত দেখিয়ে দিল্লির সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের টাকা দিচ্ছিল না। আপনাদের প্রাপ্য ছিল ১৮ হাজার টাকা। কিন্তু এইটুকুও পেতেন না যদি না আমরা আপনাদের হয়ে লড়াই করতাম।” মমতা কৃষকদের আশ্বস্ত করে বলেছেন, “আপনারা চিন্তা করবেন না। আমরা আপনাদের প্রাপ্য বকেয়া আদায়ের জন্য লড়াই করব।”

Advt

spot_img

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...