Sunday, January 11, 2026

সমবায় ব্যাঙ্কের ১৩ কোটি টাকা দুর্নীতি, অর্জুন সিংয়ের বাড়িতে সিআইডি প্রতিনিধিদল

Date:

Share post:

আজ বৃহস্পতিবার রাতে হঠাৎ অর্জুন সিং এর বাড়িতে সিআইডি প্রতিনিধিদল। তারা অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনে গেটের সামনে অর্জুন সিং এবং সৌরভ সিংয়ের নামে দুটি নোটিশ লাগিয়ে দিয়ে যায়। ভাটপাড়া কোপারেটিভ ব্যাঙ্কে টাকা তছরুপ ও ভাটপাড়া পুরসভায় অনিয়ম কেস নাম্বার 286 / 20 28,7,2020 । আন্ডার সেকশন 403 406 409 420 468 471 120B IPC 13 OF প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্ট। তবে এ বিষয়ে নির্দিষ্ট কিছু নিশ্চিতভাবে জানা যায়নি।  যদিও সূত্রের খবর,  এই সংক্রান্ত বিষয়ে জেরার জন্য ২৭ মে সিআইডি-র সদর দফতর ভবানীভবনে অর্জুন সিং কে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, ২০২০ এর সেপ্টেম্বরে ১৩ কোটি টাকা ভুয়ো অ্যাকাউন্টে ট্রান্সফার করার অভিযোগে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে FIR করেছিল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। সেইসময় ঋণ- দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ভাটপাড়া–নৈহাটি সমবায় ব্যাঙ্কের এক কর্তাকে। এখানে ঋণের অঙ্ক সেই ১৩ কোটিই৷
দু’ বছর আগে ভাটপাড়া– নৈহাটি সমবায় ব্যাঙ্কের প্রায় ২০ কোটি টাকার ঋণ বেআইনিভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে সমবায় ব্যাঙ্কের কর্তাদের বিরুদ্ধে। তদন্তে জানা যায়, ২০১৮ সালের অক্টোবরে দু’‌দফায় মোট ১৩ কোটি টাকা ঋণ হিসেবে দেওয়া হয় ভাটপাড়া পুরসভার ঠিকাদার তথা ঋণগ্রহীতা অভিজিৎ চক্রবর্তীকে। কিন্তু সেই টাকা চলে যায় অন্য একটি অ্যাকাউন্টে। এই বেআইনি লেনদেনে নাম জড়ায় ব্যাঙ্কের তৎকালীন CEO চন্দ্রনাথ ভট্টাচার্যের।

আর এই দুর্নীতিতেই নাম উঠে আসে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। অর্জুনের বিরুদ্ধেও একই অভিযোগ, ১৩ কোটি টাকা তিনি ভুয়ো অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। এই অর্থ ছিল আসলে ভাটপাড়া চেয়ারম্যানের রিলিফ ফান্ডের।
এই ঘটনায় অর্জুন সিং এবং তাঁর ভাইপো সৌরভ সিং-এর বিরুদ্ধে ইতিমধ্যেই FIR দায়ের করেছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ।
ওই দুর্নীতিতে’ দুজন গ্রেফতার হওয়ায় অর্জুন সিং চাপে পড়ায় গিয়েছিলেন ৷
এবার তাঁর গ্রেফতারির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ আর সত্যিই দুর্নীতির দায়ে
গ্রেফতার হলেও বিজেপি যথারীতি ‘প্রতিহিংসা’ তত্ত্ব সামনে এনে শোরগোলও তুলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Advt

spot_img

Related articles

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...

‘আত্মহত্যার নাটক’ করেছিলেন দেবলীনা! নেটপাড়ার রোষানলে পড়তেই হাসপাতাল থেকে জবাব গায়িকার

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার খবর থেকে, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটাকে বেছে নিতে না পারার জন্য...