Saturday, August 23, 2025

ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, কলকাতায় পেট্রোলের দাম একশ ছুঁইছুঁই

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার গোটা দেশ। লকডাউনের জেরে অনেকেই কাজ হারিয়েছেন। কিন্তু তাতেও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি একরকম রোজকার নামচা হয়ে দাঁড়িয়েছে। রবিবার ফের মূল্যবৃদ্ধির দাম বাড়ায় কলকাতায় পেট্রোলের দাম নব্বইয়ের গণ্ডি পেরিয়ে একশো ছুঁইছুঁই। স্বভাবতই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের।
রবিবার দেশের বিভিন্ন প্রান্তে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ১৫ থেকে ১৭ পয়সা।অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ২৫ থেকে ২৯ পয়সা। এই নিয়ে চলতি মাসেই পেট্রোলে লিটার প্রতি প্রায় ২ টাকা ৬০ পয়সা, এবং ডিজেলে লিটার প্রতি প্রায় ২ টাকা ৯০ পয়সা দাম বাড়ল। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি ৯৩ টাকা ২৭ পয়সা হয়েছে। ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৬ টাকা ৯১ পয়সা। আজ মুম্বইয়ে পেট্রোল বিকোচ্ছে ৯৯ টাকা ৪৯ পয়সা প্রতি লিটার দরে। ডিজেল বিকোচ্ছে ৯১ টাকা ৩০ পয়সা দরে। রাজধানী দিল্লিতে পেট্রোলের নতুন দাম হয়েছে ৯৩ টাকা ২১ পয়সা। ডিজেল বিকোচ্ছে লিটার প্রতি ৮৪ টাকা ৭ পয়সা দরে। চেন্নাইয়ে পেট্রোলের ও ডিজেলের নতুন দাম যথাক্রমে ৯৪ টাকা ৮৬ পয়সা এবং ৮৮টাকা ৯১ পয়সা। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থানের একাধিক শহরে জ্বালানি তেল এখন বিকোচ্ছে ১০০ টাকার উপরে।
করোনার প্রথম ঢেউয়ে অনেকটাই দাম বেড়েছিল পেট্রোলের। যা পড়ে আর কমেনি। পাঁচ রাজ্যের ভোট প্রস্তুতি চলাকালীন পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির হাত থেকে রেহাই মিলেছিল। কিন্তু ভোট পর্ব মিটতেই লাগামছাড়া হারে ফের দামবৃদ্ধই হচ্ছে পেট্রোল-ডিজেলের।

Advt

 

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...