Thursday, November 13, 2025

না জানিয়ে কেন আব্বাসের সঙ্গে জোট, রাজ্য কমিটির বৈঠকে ঝড়ের মুখে নেতৃত্ব

Date:

Share post:

সিপিএম রাজ্য কমিটির বৈঠকে ঝড়। ঝড়ের মুখে বেসামাল হলেন রাজ্য নেতৃত্ব। তবু বাস্তব থেকে শিক্ষা নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় রাজ্য নেতারা। বৈঠকে একের পর এক সদস্যদের একটাই প্রশ্ন, আব্বাস সিদ্দকির দলের সঙ্গে কেন জোট করা হল? কেন রাজ্য কমিটির সদস্যদের মতামত না নিয়েই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলো? বৈঠকে তাদের মন্তব্যের জন্য ক্ষমা চান অপূর্ব সরকার, অমল হালদার। বিদ্রোহী তথা আত্মসমালোচনা করার জেরে তন্ময় ভট্টাচার্যকে তিন মাস সংবাদ মাধ্যমের সামনে মুখ না খোলার নির্দেশ দেওয়া হয় বৈঠকে।

আইএসএফের সঙ্গে জোট নিয়ে ভোটের ফলের পরেই মুখ খুলেছিলেন অশোক ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য, অমল হালদার সহ একাধিক নেতা। রাজ্য কমিটির বৈঠকে তাঁরা সকলেই সরব ছিলেন। সেই সঙ্গে একাধিক নেতাও। তাঁদের স্পষ্ট কথা, ১৯৭২ সালেও দলের এধরণের পরিস্থিতি হয়নি। মানুষের কাছে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি খান খান হয়েছে। বামেদের উপর মানুষ বিশ্বাস হারিয়েছে। ২০১১ সাল থেকে ভোট কমতে কমতে ১কোটি ২৮ লক্ষ থেকে শুধু ২৮ লক্ষের নিচে নেমেছে। ২০১৬তেও যে পরিস্থিতি ছিল, তার চেয়েও খারাপ ফল। তার মূল কারণ আইএসএফের সঙ্গে জোট। মানুষ মেনে নিতে পারেনি এই সুবিধাবাদী জোট। সংখ্যালঘুরাও মুখ ফিরিয়েছে। তাই বিজেপিকে ঠেকাতে মানুষ বাম-কংগ্রেস নয় তৃণমূলকেই বেছে নিয়েছে। কোনও এক পলিটব্যুরো নেতার ব্যক্তিগতভাবে ভোটে জেতার স্বার্থে এই জোট বলেও কেউ কেউ কটাক্ষ করেন। প্রশ্ন ওঠে কেন জোট নিয়ে দলের নেতাদের মতামত নেওয়া হয়নি, একটা বৈঠকও হয়নি।

তোপের মুখে পড়েও রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানান, তাঁরা জোটে আছেন, থাকবেন। কেউ জোট ভেঙে বেরোতে চাইলে সেটা তাদের ব্যাপার। ফলে ভোটে ভরাডুবির পরেও নিজেদের অবস্থান থেকে এক চুলও সরতে নারাজ সূর্য-বিমানরা। সিপিএম আছে সিপিএমেই।

Advt

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...