Wednesday, August 27, 2025

দেশে করোনায় দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা অনেক বেশি, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২,৭১৩ জনের

Date:

Share post:

গত দু’দিনের মতই শুক্রবারও একই থাকল করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। শেষ ১৪ দিনের বেশি সময় ধরে নতুন করে আক্রান্তের সংখ্যার চেয়ে সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। ফলে কমছে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা। এখন ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ১৬ লক্ষ ৩৫ হাজার ৯৯৩ জন। দেশে এ পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৬৫৫ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৫ লক্ষ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা প্রাণ কেড়েছে ২ হাজার ৭১৩ জনের। এ নিয়ে মোট ৩ লক্ষ ৪০ হাজার ৭০২ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে। অন্যদিকে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৮ হাজার ৮১১ জনের মধ্যে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০৮ জনের। রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (১,৮৪২)। তার পরেই রয়েছে কলকাতা (৯৭৬), হাওড়া (৬৫৬), দক্ষিণ ২৪ পরগনা (৫৯০), নদিয়া (৫২৬) এবং পূর্ব মেদিনীপুর (৪৩৫)। হুগলিতে বুধবারের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য বাড়লেও অধিকাংশ জেলাতেই তা কমেছে।

আরও পড়ুন-দাবিদার নেই, কোভিডে মৃত সহস্রাধিক চিতাভস্ম কাবেরী নদীতে ভাসাল সরকার

দেশের মধ্যে এখন তামিলনাড়ুতেই আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তবে গত ২৪ ঘণ্টায় খানিকটা স্বস্তি দিয়েছে আক্রান্তের সংখ্যা। দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে ২৫ হাজারের নীচে। পাশাপাশি কর্ণাটক এবং কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা রয়েছে ১৮ হাজারের ঘরে। মহারাষ্ট্রে রয়েছে ১৫ হাজারের ঘরে। অন্ধ্রপ্রদেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১১ হাজারের বেশি। দিল্লিতে আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৫০০-র কম।

Advt

spot_img

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...