প্রয়াত ফুটবলার দিয়েগো মারাদোনাকে( Maradona) বিশেষ সম্মান জানাল আর্জেন্তিনা( Argentina ) ফুটবল দল। বৃহস্পতিবার বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচে চিলির ( chili )বিরুদ্ধে নামার আগে মারাদোনার মূর্তি উদ্বোধন করলেন মেসিরা। এদিন নতুন করে তৈরি মাদ্রেস দে সিউদাদ স্টেডিয়ামের বাইরে মারাদোনার পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন করা হয়।মারাদোনার মৃত্যুর পর এই প্রথম মাঠে নামল আর্জেন্তিনা।

লম্বা ওই মূর্তিতে মারাদোনার পায়ে রাখি হয়েছে একটি ফুটবলও। শুধু তাই নয় ম্যাচের আগে মারাদোনার ছবি দেওয়া বিশেষ জার্সি পরে জাতীয় সঙ্গীত গেয়েছেন মেসিরা। প্রত্যেকের জার্সির পিছনেই লেখা ছিল ১০, যা ছিল মারাদোনার জার্সির নম্বর। ফিফার ম্যাচ হওয়ায় এই জার্সি পড়ে খেলতে পারেননি মেসিরা।

#SelecciónMayor La Selección @Argentina participó del homenaje realizado en las inmediaciones del estadio en donde se descubrió una estatua en homenaje a la leyenda Diego Maradona 🇦🇷 pic.twitter.com/26naKUUKne
— Selección Argentina 🇦🇷 (@Argentina) June 3, 2021
বৃহস্পতিবার রাতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ম্যাচে চিলির সঙ্গে ড্র করল আর্জেন্তিনা। ম্যাচের ফলাফল ১-১। ম্যাচে এদিন দুরন্ত খেললেন মেসি। আর্জেন্তিনার হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন তিনি।

আরও পড়ুন:ফাঁকা স্টেডিয়ামে গ্যাসকেটকে উড়িয়ে দিয়ে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল

