দুঃস্থ মানুষদের করোনা ভ‍্যাকসিন দেওয়ার উদ‍্যোগ নিলেন মহারাজ

আবারও করোনা ( corona) যুদ্ধে এগিয়ে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly) । এবার মহারাজের উদ‍্যোগে কলকাতার দুঃস্থ মানুষদের দেওয়া হবে করোনার ভ্যাকসিন। এর আগে করোনা আক্রান্তদের চিকিৎসার জন‍্য ৫০ টি অক্সিজেন কনসেনট্রেটর দেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সূত্রের খবর  সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ‍্যোগে আগামী ১৩ জুন দেড়শো মানুষকে করোনার টিকা দেওয়া হবে। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে ইতিমধ্যে চুক্তিও হয়ে গিয়েছে। জানা গিয়েছে, বেহালা অঞ্চলের দেড়শো দুঃস্থ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ এ নাজেহাল ভারতবাসী। করোনার এই যুদ্ধে আগেও সাহায্যের হাত বাড়িয়ে ছিলেন সৌরভ। এর আগে করোনা আক্রান্তদের চিকিৎসার জন‍্য ৫০ টি অক্সিজেন কনসেনট্রেটর দেন মহারাজ।

আরও পড়ুন:চিলি ম‍্যাচের আগে মারাদোনাকে বিশেষ সম্মান মেসিদের

Advt

Previous articleচিলি ম‍্যাচের আগে মারাদোনাকে বিশেষ সম্মান মেসিদের
Next articleমুকুল রায় না অশোক লাহিড়ি, PAC-র চেয়ারম্যান কে হবেন? জোর জল্পনা রাজনৈতিক মহলে