Tuesday, January 20, 2026

ত্রিপল চুরি: শুভেন্দুদের মামলায় এবার তলব কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের

Date:

Share post:

ত্রিপল চুরির মামলায় নাম জড়িয়েছে বিজেপি (Bjp) বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) এবং তাঁর ছোটভাই সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari)। সেই মামলায় এবার সিআরপিকে (Crpf) তলব করল কাঁথি (Kanthi) থানার পুলিশ। কয়েকজন সিআরপিএফ জওয়ানকে 10 জুন তলব করা হয়েছে।

29 মে কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ানের উপস্থিতিতেই কাঁথি পুরসভা থেকে কয়েক লক্ষ টাকার ত্রাণের ত্রিপল লুঠ হয়েছে বলে অভিযোগ। সিসিটিভির ফুটেজ দেখে ওই জওয়ানদের তলব করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে (Amarnath K) জানান, পুরসভার প্রশাসকের অভিযোগের ভিত্তিতেই সিআরপি কর্মীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। যে লরিতে লুঠের ত্রিপল নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ, সেই লরিটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় শুভেন্দু, সৌমেন্দু-সহ 2 পুরকর্মী হিমাংশু মান্না, প্রতাপ দে-র বিরুদ্ধে চুরি, ষড়যন্ত্র, বিপর্যয় মোকাবিলা আইনসহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রতাপ দে-কে।

যদিও এটা শুভেন্দুর বিরুদ্ধে চক্রান্ত বলে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। পুত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে শিশির অধিকারী জানান, জেলায় সিআরপিএফ নিরাপত্তা পান এমন ব্যক্তি ওইদিন ত্রিপল আনতে গিয়েছিলেন। ওই অঞ্চলে অধিকারী পরিবারের 3 জন এবং জেলার আরও 6 বিজেপি বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা পান। এ প্রসঙ্গে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি বলেন, সকলেই জানে কাঁথিতে কারা সিআরপি নিয়ে ঘোরেন। পুলিশ তদন্ত করছে। প্রকৃত সত্য সামনে আসবে।

 

 

spot_img

Related articles

ভোটার তালিকা সংশোধনে কড়া নজরদারি, মঙ্গলবার থেকেই রাজ্যে ৪ স্পেশাল অবজার্ভার

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে আরও সক্রিয় হলো নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তলবে...

আধুনিক হচ্ছে ব্যারাকপুর পুলিশ অ্যাকাডেমি! বসছে সিসিটিভি ও আধুনিক অগ্নি-নির্বাপণ ব্যবস্থা

রাজ্যের পুলিশ প্রশিক্ষণের অন্যতম প্রধান কেন্দ্র ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ফরেনসিক ও সাইবার ফরেনসিক ল্যাবরেটরির নিরাপত্তা...

রোজ ভ্যালির টাকা ফেরত শুরু, তিন দফায় প্রায় ২৯ কোটি টাকা পাচ্ছেন আমানতকারীরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া গতি পেল। রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল...

সুপ্রিম রায়ের পরেই পদক্ষেপ! ১০ প্রতিনিধি নিয়ে সিইও মনোজ আগরওয়ালের সময় চাইলেন অভিষেক

'সুপ্রিম' নির্দেশের পরেই অ্যাকশন! এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয়...