Wednesday, January 14, 2026

বিজেপিতে যোগ দিলেন পশ্চিমবঙ্গ কংগ্রেসের পর্যবেক্ষক জিতিন প্রসাদ

Date:

Share post:

উত্তরপ্রদেশ নির্বাচনের আগে বড় ধাক্কা খেলো কংগ্রেস(Congress)। বুধবার দিল্লির দীনয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন পশ্চিমবঙ্গ কংগ্রেসের জাতীয় পর্যবেক্ষক তথা এআইসিসি-র সাধারণ সম্পাদক জিতিন প্রসাদ(Jitin Prasad)। এদিন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গোয়েলের(Piyush Goyal) হাত ধরে বিজেপি শিবিরে যোগ দেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনা বড় ধাক্কা কংগ্রেসের জন্য।

লোকসভা নির্বাচনের পর বাংলার পর্যবেক্ষক গৌরব গগৈ কংগ্রেসের সংসদীয় দলের মুখ্য সচেতকের দায়িত্ব পান। এরপরই বাংলা কংগ্রেসের পর্যবেক্ষকের দায়িত্বে আনা হয় জিতিনকে। বিগত দুই বছর ধরে এই দায়িত্ব সামলেছেন তিনি। বামফ্রন্ট-কংগ্রেস ও আইএসএফের মধ্যে জোট হয়েছিল তাঁর পর্যবেক্ষণেই। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের লজ্জাজনক হারের পর কার্যত বেপাত্তা ছিলেন জিতিন। অবশেষে বিজেপিতে যোগ দিতে দেখা গেল তাঁকে। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, জিতিন যে বিজেপি শিবিরে যোগ দেবেন এই ইঙ্গিত আগেই তাদের কাছে ছিল। আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগে দাপুটে এই কংগ্রেস নেতার দলত্যাগ কংগ্রেস শিবিরের জন্য যে জোর ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে রাজনৈতিক মহলের দাবি, উত্তরপ্রদেশের ব্রাহ্মণ ভোটের কথা মাথায় রেখেই জিতিনকে দলে নিয়েছে বিজেপি। উল্লেখ্য, একেবারে ছাত্র অবস্থা থেকেই বাবা জিতেন্দ্র প্রসাদের হাত ধরে কংগ্রেসের রাজনীতিতে হাতেখড়ি হয় জিতিনের। ২০০৯ সালে উত্তরপ্রদেশের ধুয়ারা লোকসভা থেকে কংগ্রেসের প্রতীকে সাংসদও হয়েছিলেন তিনি। দ্বিতীয় ইউপিএ সরকারে কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রীও হয়েছিলেন। পরে তাঁর দফতর বদলে ইস্পাত মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন:অতিমারি পরিস্থিতিতেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ১১% ডিএ বাড়ছে! মিলবে না এরিয়ার

এদিকে জিতিনের বিজেপি যোগের পর জাতীয় রাজনীতির পাশাপাশি বঙ্গ রাজনীতিতেও গুঞ্জন উঠতে শুরু করেছে। এহেন সিদ্ধান্তে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘ওনার বিজেপি যোগে এটাই প্রমাণিত হয় বঙ্গ বিধানসভা নির্বাচনে আমাদের যে ভরাডুবি হয়েছে তার পেছনে ওই নেতার হাত ছিল। এইসব লোক যদি পর্যবেক্ষক হন তাহলে রাজ্যের সাংগঠনিক উন্নতি করা কখনোই সম্ভব নয়।’

Advt

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...