Saturday, August 23, 2025

গ্রেফতার আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের আইটি বিশেষজ্ঞ

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ শাখাওয়াত আলী লালুকে গ্রেফতার করল পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার রাতে শহরের খুলশী থানার দক্ষিণ খুলশী আবাসিক এলাকার চট্টগ্রাম কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির সঙ্গে আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের সরাসরি যোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই রাছিব খাঁন অভিযান চালিয়ে ওই জঙ্গিকে গ্রেফতার করেন। ধৃত ব্যক্তির কাছ থেকে বিভিন্ন নথি, পাসপোর্ট, মোবাইল, ট্যাব এবং একটি নোটবুক উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে স্থানীয় থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ২০১২ সালে শাখাওয়াত,তার দু’ভাই- আরিফ ও মামুনের মাধ্যমে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়। এরপর থেকে শাখাওয়াত, জিয়া , মনসুরাবাদ এলাকার শফিক হুজুর ও লালখানবাজার এলাকার ইলেকট্রনিক্স দোকানের এক কর্মচারী ওমর ফারুক মিলে দীর্ঘদিন ধরেই জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছিল। ধীরে ধীরে আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ হয়ে ওঠে শাখাওয়াত।সূত্রের খবর, সিরিয়ায় যুদ্ধে অংশ নিতে ২০১৭ সালে তুরস্কেও যায় সে। সেখানে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করে এবং সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) কাছ থেকে ছ’মাস প্রশিক্ষণ নিয়ে ইদলিব এলাকায় যুদ্ধে অংশ নেয় শাখাওয়াত। পরে ফের অবৈধ পথেই সীমান্ত অতিক্রম করে তুরস্কে ফিরে সেখান থেকে ইন্দোনেশিয়া হয়ে শ্রীলঙ্কায় যায় সে। পরে ফের ইন্দোনেশিয়া থেকেই জঙ্গি কার্যক্রম চালাচ্ছিল আইটি বিশেষজ্ঞ। গত ২২ মার্চ দেশে ফিরে এসে আবারও আনসার আল ইসলামকে সংগঠিত করার কাজ শুরু করেছিল শাখাওয়াত।

 

 

spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...