নুসরত জাহানের ( Nusrat Jahan) বিবাহ র্বিতর্কের (marriage controversy) জেরে টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত (Bengali movie actor Yash Dasgupta) এখন সংবাদ শিরোনামে। যদিও সাম্প্রতিককালের মধ্যে নুসরাতকে নিয়ে তিনি একটি শব্দও খরচ করেননি। কিন্তু নুসরত পর্ব শেষ হওয়ার আগেই যশ দাশগুপ্তের কীর্তির কথা প্রকাশ্যে এল। টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত বিবাহিত এবং তার একটি কন্যা সন্তানও আছে। যশের নামে বধূ নির্যাতনের অভিযোগ রয়েছে। এই অভিযোগে যশ ইতিমধ্যেই এক বছর জেলও খেটেছেন। যদিও উইকিপিডিয়াতে যশোর প্রোফাইলে উল্লেখ আছে তিনি অবিবাহিত। কিন্তু সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, অভিনেতা যশ দাশগুপ্ত বিবাহিত। বিয়ের পর থেকেই যশ স্ত্রীর প্রতি শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ। যশের স্ত্রী তার নামে ৪৯৮ এ ধারায় মামলা রুজু করেছিলেন।

জানা গিয়েছে যশ সে সময় একটি বাংলা মেগা সিরিয়ালের (a Bengali mega serial) লিড চরিত্রে অভিনয় করেছিলেন। যশের জেল যাত্রার জন্য বেশ কিছুদিন সিরিয়ালটির শুটিংও পিছিয়ে দিতে হয় বলে শোনা গিয়েছিল। জানান যদিও যশ নিজে বা টলিউডের বিশেষ কেউ এখনই এ নিয়ে মুখ খুলতে রাজি নন।
