Friday, August 22, 2025

“সকল দলবদলু ‘ট্রোজান হর্স’ নন”, মুকুল বিদায়ের পর বার্তা স্বপনের

Date:

Share post:

নির্বাচন-পরবর্তী বিজেপি(BJP) ছেড়ে তৃণমূলে(TMC) ফেরার ঢেউ লেগেছে রাজ্য রাজনীতিতে। শুক্রবার চার বছরের সম্পর্ক কাটিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়(Mukul Roy)। এই পরিস্থিতিতে বিজেপিতে কে থাকবে? আর কে থাকবে না? তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে শীর্ষ নেতৃত্বের। দল বদলুদের ট্রোজান হর্সের(trojan horse) সঙ্গে তুলনা করেছেন প্রাক্তন সভাপতি তথাগত রায়। দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ক্ষমতালোভীদের দলে রাখা হবে না। এমন টালমাটাল পরিস্থিতির মাঝে মূলত শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে পাল্টা টুইট করে বসলেন বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত(Swapan Dasgupta)। জানালেন, ২০১৯ সালের পর থেকে বিজেপিতে যোগ দেওয়া সকল নেতা বিশ্বাসঘাতক নন। বিজেপি সংসদের টুইটের পর দলবদলু ইস্যুতে গেরুয়া শিবিরের অন্দরে যে অন্তর্কলহ মাথাচাড়া দিয়ে উঠেছে তা প্রকাশ্যে চলে এলো।

আরও পড়ুন:নিউটাউন গুলিকাণ্ডে যোগ থাকার সন্দেহে ভাঙড় থেকে আটক পাঞ্জাবের ৪ বাসিন্দা

সোমবার দিলীপ ঘোষ, তথাগত রায়দের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে এক টুইট করেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। তিনি লেখেন, “২০১৯ সালের মে মাসের পরে যারা বাংলায় বিজেপিতে যোগ দিয়েছিলেন তাদের প্রত্যেককে ‘ট্রোজান হর্স’ হিসাবে দেখা ভুল। অনেক নতুন নেতা আন্তরিকতার সঙ্গে দলে যোগ দিয়েছেন এবং নির্বাচনে অংশ নিয়েছিলেন। দল থেকে তাড়িয়ে দেওয়া হবে এই ধরনের ভাবনা তাদের ভেতর তৈরি হতে দেওয়া কখনোই কাম্য নয়। রাজনীতি বাদ দেওয়ার খেলা নয়, রাজনীতির লক্ষ্য সমর্থক বাড়ানো এবং নতুন নেতা তৈরি করা।” অবশ্য যারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন তাদের উদ্দেশেও এদিন বার্তা দেন স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, “যারা একটি রাজনৈতিক দলকে স্বার্থসিদ্ধির বাহন হিসেবে দেখে তাদের জন্য দলের দরজা খোলা রয়েছে অন্য বিকল্প খোঁজার।”

এদিকে একের পর এক দলীয় নেতা বিজেপি বিমুখ হওয়ার পর এই প্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বিলম্বিত বোধোদয়ের ঘূর্ণাবর্তে পাক খাচ্ছে বিজেপি। এটা তখন মনে হওয়া উচিত ছিল যখন নির্বাচনের আগে তৃণমূলকে ভেঙে দেওয়ার স্বপ্ন দেখছিল ওরা। এই বোধোদয়টা অনেক আগে হওয়া উচিত ছিল বিজেপির। যতদিন যাবে এই সমস্যাটা বাড়তেই থাকবে ওদের।”

উল্লেখ্য, মুকুলের দলত্যাগের পর সম্প্রতি এক টুইট করেছে দেখা গিয়েছিল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়কে। মুকুল রায়কে ইলিয়াড মহাকাব্যের ট্রয়ের ঘোড়ার সঙ্গে তুলনা করে টুইটে তিনি লেখেন, “মুকুল রায় ছিলেন ট্রোজান হর্স। বিজেপি তাঁকে স্বাগত জানানোর পরে তিনি দলের সর্বভারতীয় নেতাদের সঙ্গে যোগাযোগ গড়ে তুললেন। দলের অন্দরের সমস্ত কথা বিস্তারিত ভাবে জেনে তৃণমূলে ফিরে গেলেন।”

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...