চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত ১

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে মালদহ-র বুড়াবুড়িতলা এলাকায়।ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ওই ব্যাক্তির ঠিকানার খোঁজ চালাচ্ছে পুলিশ।

স্থানীয়দের তরফে জানা গেছে, মঙ্গলবার সকালে মালদহগামী একটি ট্রেনে চেপে বুড়াবুড়িতলা স্টেশনে নামতে গিয়ে এই বিপত্তি ঘটে। স্টেশনে ট্রেন থামার আগেই চলন্ত ট্রেন থেকে নামতে যান ওই  আরোহী। এরপরই ব্যাক্তিটি পা হড়কে ছিটকে পড়েন রেললাইনের উপর। সেখানে তাঁর ডান হাত পিষে দেয় রেলের চাকা। মূমূর্ষ অবস্থায় ওই ব্যাক্তিকে সাহায্য করতে এগিয়ে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি আহত ওই ব্যাক্তিকে চিকিৎসার জন্য মালদহ মেডিকাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যাক্তি।  মৃত ওই ব্যাক্তির পকেট থেকে একটি মহিলার আধার কার্ড পাওয়া গিয়েছে। আধার কার্ডটিতে উত্তর দিনাজপুরের ভারগাইল এলাকার ঠিকানা রয়েছে। ওই কার্ডে মহিলার স্বামীর নামও পাওয়া গেছে। এছাড়াও পাটনা থেকে মালদহগামী একটি টিকিটও ওই ব্যক্তির পকেট থেকে উদ্ধার হয়েছে। প্রাথমিক ভিত্তিতে পুলিশের অনুমান, মৃত ব্যক্তি উত্তর দিনাজপুরের বাসিন্দা। যদিও এনিয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানান হয়েছে।