Sunday, November 9, 2025

রাজ্য সভাপতি পদে দিলীপের মেয়াদ শেষ হতে চলেছে, ‘বাংলার মেয়ে’কে চাইছেন কেন্দ্রের নেতারা

Date:

Share post:

বিজেপির রাজ্য সভাপতি পদে আসতে চলেছে নতুন মুখ? শুধু নতুন মুখই নয় সূত্রের খবর, রাজ্যের সংগঠনের দায়িত্ব দলের মহিলা নেত্রীর হাতে দেওয়ার ভাবনাচিন্তা করছেন কেন্দ্রীয় নেতারা। চলতি বছরের ডিসেম্বরে রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের মেয়াদ শেষ হতে চলেছে।

বিজেপির গঠনতন্ত্রে উল্লেখ আছে, পরপর দু’বার কিংবা সর্বোচ্চ ৬ বছর সভাপতির পদে থাকা যায়। দিলীপ রাজ্য সভাপতির পদে বসেছিলেন ২০১৫-র ডিসেম্বর মাসে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক রদবদল না করার ফলে মেয়াদ বৃদ্ধি হয় রাজ্য সভাপতির। এরপর ২০২০ সালের জানুয়ারি মাসে দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হন দিলীপ ঘোষই। সেই হিসেবে দিলীপ ঘোষের থাকার কথা ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত। কিন্তু সর্বোচ্চ ৬ বছর সভাপতির পদে থাকা যায়। তাই চলতি বছর ডিসেম্বরে তাঁর পদের মেয়াদ শেষ। ফলে বিজপির রাজ্য সভাপতি পদে নতুন মুখ আসতে চলেছে।

বঙ্গ-বিজেপি সূত্রে খবর, রাজ্যের সংগঠনের দায়িত্ব দলের মহিলা নেত্রীর হাতে দেওয়ার ভাবনাচিন্তা করছেন কেন্দ্রীয় নেতারা। বিজেপ সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব জানাচ্ছে, ‘বাংলার মেয়ে’র বিরুদ্ধে ‘বাংলার মেয়ে’কেই নামানোর কথা।

আরও পড়ুন-এবার শুভেন্দুর বিরুদ্ধে সরব ‘বেসুরো’ সুনীল, বললেন, যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা মানেননি

জানা যাচ্ছে, রাজ্য বিজেপি সভাপতির পদের জন্য বাংলা থেকে দু’জনের নাম উঠে আসছে। প্রথম, দেবশ্রী চৌধুরী দ্বিতীয়, লকেট চট্টোপাধ্যায়। যদিও বঙ্গের বিজেপির নেতারাও এনিয়ে মুখ খুলতে রাজি নয়।

spot_img

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...