Wednesday, November 12, 2025

যোগীরাজ্যে বৃদ্ধ নিগ্রহের ঘটনায় টুইট করার জেরে মামলা অভিনেত্রী স্বরার বিরুদ্ধে

Date:

Share post:

উত্তরপ্রদেশের(Uttar Pradesh) গাজিয়াবাদে এক মুসলিম বৃদ্ধকে মারধর ও জোর করে দাড়ি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ৬ ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল শুরু হয় প্রশ্ন ওঠে যোগীরাজ্যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে। যদিও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরিবর্তে এবার এই ঘটনা টুইট করার অভিযোগে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের(Swara Bhaskar) বিরুদ্ধে দায়ের করা মামলা। অভিনেত্রীর পাশাপাশি টুইটারের(Twitter) ভারতের ম্যানেজিং ডিরেক্টর সহ আরও দুইজনের নামে অভিযোগ দায়ের করেন এক আইনজীবী। অবশ্য টুইটারের বিরুদ্ধে আগেই অভিযোগ দায়ের করেছিল উত্তরপ্রদেশ পুলিশ(Uttar Pradesh Police)।

উল্লেখ্য, সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক বৃদ্ধ মুসলিমকে মারধরের পাশাপাশি জোর করে দাড়ি কেটে দেয় ছয় যুবক। একই সঙ্গে ওই বৃদ্ধের অভিযোগ তাকে জোর করে ‘জয় শ্রীরাম’ ও ‘বন্দেমাতরম’ বলতে বাধ্য করা হয়। আব্দুল সামাদ নামে ওই বৃদ্ধের ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই প্রশ্নের মুখে পড়ে উত্তরপ্রদেশ প্রশাসন। যদিও পুলিশের তরফে জানানো হয়, ওই বৃদ্ধ নকল তাবিজ বিক্রি করায় তাকে মারধর করেছে ৬ জন। ঘটনার সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো যোগ নেই। কিন্তু বৃদ্ধ স্পষ্ট জানিয়েছেন, তিনি কখনো কোনদিন তাবিজ বিক্রি করেননি।

আরও পড়ুন:দলীয় বিধায়কদের মাসিক চাঁদা দ্বিগুণ করল তৃণমূল

টুইটারের আইনি সুরক্ষা উঠে যাওয়ার ফলে এই ঘটনায় উত্তর প্রদেশ পুলিশের তরফে টুইটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল আগেই। এবার দিল্লি পুলিশের কাছে ও টুইটের মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ দায়ের করেন এক আইনজীবী। অভিযোগ তোলা হয়, ঘটনার সত্যতা যাচাই না করেই টুইট করে সাম্প্রদায়িকতায় উস্কানি দিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর, সাংবাদিক আরফা খানুম, আসিফ খানরা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোন এফআইআর দায়ের করা হয়নি বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...