দলীয় বিধায়কদের মাসিক চাঁদা দ্বিগুণ করল তৃণমূল

তৃতীয়বারের জন্য বিপুলভাবে বাংলার ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস (TMC)। আড়েবহরে দলের বৃদ্ধির পর সংগঠনের খরচ, ভোট পরিচালনার খরচ অনেক বেড়েছে, কিন্তু ২০০১ থেকে বিধায়কদের দলকে দেওয়া চাঁদার পরিমাণ একই আছে। তাই এবার দলীয় বিধায়কদের মাসিক চাঁদার (donation) পরিমাণ দ্বিগুণ করা হল। তৃণমূল বিধায়কদের প্রতি মাসে চাঁদা বাবদ আগে দিতে হত ১ হাজার টাকা। এখন তা বেড়ে হল ২ হাজার টাকা। বিধায়কদের অ্যাকাউন্ট থেকে সরাসরি চাঁদার টাকা জমা পড়বে দলীয় তহবিলে (party fund)। এখন পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়করা বেতন ও ভাতা মিলিয়ে প্রতি মাসে প্রায় ৮২ হাজার টাকা পান। সেখান থেকেই তাঁদের চাঁদা বাবদ ২ হাজার টাকা দিতে হবে।

Previous articleপ্রতিশ্রুতি পূরণ: ‘কৃষক বন্ধু’ প্রকল্পের ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী
Next articleএবার আইএসএল কাতার বা দুবাইতে হওয়ার সম্ভাবনা