Sunday, November 9, 2025

১৩ বছরের রেকর্ড ভেঙে সর্বাধিক ভারতীয় টাকা জমা পড়ল সুইস ব্যাংকে

Date:

Share post:

সুইস ব্যাংকে(Swiss bank) ভারতীয়দের টাকা(Indian money) রাখার পরিমাণ এক লাফে অনেকটাই বেড়ে গেল। বিগত ১৩ বছরের মধ্যে সুইস ব্যাংকে ভারতীয় ব্যক্তি ও সংস্থার অর্থের পরিমাণ রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডের ব্যাঙ্ক গুলিতে ২০২০ সালে ভারতীয়দের নগদের পরিমাণ বেড়েছে ২০ হাজার ৭০০ কোটি টাকারও বেশি। গ্রাহকদের নগদ আমানতের পরিমাণ কমলেও সিকিউরিটির মতো হোল্ডিংয়ের মাধ্যমে ভারতীয়দের সঞ্চয়ে এই বৃদ্ধি দেখা গিয়েছে। সম্প্রতি সুইৎজারল্যান্ডের(Switzerland) কেন্দ্রীয় ব্যাঙ্কের বার্ষিক রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

তথ্য অনুযায়ী, সুইস ব্যাঙ্কগুলিতে ভারতীয় গ্রাহকদের মোট জমা টাকার পরিমাণ ২০১৯-র শেষে ৬,৬২৫ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ২০,৭০০ কোটি টাকা। গত দুই বছরে এর পরিমাণ কমেছিল। কিন্তু ফের তা বেড়ে গত ১৩ বছরের মধ্যে সর্বাধিক অঙ্কে পৌঁছেছে। ২০০৬ সালে সুইস ব্যাংকে ভারতীয়দের জমার পরিমাণ রেকর্ড ৬.৫ বিলিয়ন সুইস ফ্র্যাঙ্কে পৌঁছেছিল। তারপর থেকেই তা নিম্নমুখীই ছিল। ২০১১,২০১৩ ও ২০১৭-তে এই নিম্নমুখী প্রবণতার ব্যতিক্রম ঘটেছিল। সুইস ন্যাশনাল ব্যাঙ্ক (এসএনবি)-র পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গিয়েছে। সম্প্রতি বিভিন্ন ট্রাস্ট, বন্ড, সিকিউরিটি মানি বাবদ বিপুল পরিমাণ টাকা জমা পড়ে সুইস ব্যাংকে।

উল্লেখ্য, যে রিপোর্ট এদিন কেন্দ্রীয় সুইস ব্যাংকের তরফে প্রকাশ্যে আনা হয়েছে এগুলি বিভিন্ন ব্যাঙ্কের তরফে এসএনবি-কে প্রদত্ত রিপোর্ট। ভারতীয় সুইস ব্যাঙ্কে কালো টাকা গচ্ছিত রাখার বহুচর্চিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে এই তথ্য কোনও ইঙ্গিত দেয় না। তৃতীয় কোনও দেশের সংস্থার মাধ্যমে ভারতীয়, অনাবাসী ভারতীয় ও অন্যান্যদের সুইস ব্যাঙ্কগুলি রাখা অর্থ এর মধ্যে নেই। ভারতীয় গ্রাহকদের প্রতি সুইসজারল্যান্ডের এই ব্যাঙ্ক ‘সম্পূর্ণ দায়বদ্ধ’ তাই অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ও আমানত কখনই প্রকাশ্যে আনা হয় না। সুইস ব্যাঙ্কগুলিতে বিদেশি গ্রাহকদের অর্থের দিক থেকে প্রথম স্থানে রয়েছে ইংল্যান্ড, দ্বিতীয় স্থানে আমেরিকা। ভারত রয়েছে ৫১ তম স্থানে।

spot_img

Related articles

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...