Tuesday, August 26, 2025

বাংলাকে দেশের সামনে অপমান করছেন ধনকড়: সুখেন্দুশেখর, রাজ্যপালের ভূমিকার সমালোচনা অধীরের

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সঙ্গে দিল্লিতে দ্বিতীয় দফায় বৈঠক করে রাজ্যের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তোলেন তিনি। তাঁর এই ধরনের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল (Tmc)। একইসঙ্গে বিরোধিতা করেছে কংগ্রেসেও (Congress)।

রাজ্যপালের মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray) বলেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দিল্লিতে ঘুরছেন রাজ্যপাল। বাংলার মানুষকে সারা ভারতের সামনে অপমান করছেন তিনি। কিন্তু তাঁর এই প্রয়াস রাজ্যবাসী মেনে নেবে না বলেও মন্তব্য করেন সুখেন্দুশেখর রায়।

একইসঙ্গে রাজ্যপালের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও (Adhirranjan Chowdhury)। তিনি বলেন, “এই রাজ্যপালের বিরুদ্ধে আমরাই প্রথম সরব হয়েছিলাম। রাজ্যের শাসকদলের উচিত কেন্দ্রের কাছে ধনকড়ের অপসারণের দাবি জানানো”। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই সে দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে, এর পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর অভিযোগ, ভোট পরবর্তী হিংসা হচ্ছিল বলেই রাজ্যপালের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। যদিও বিজেপি তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

আরও পড়ুন-  নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জের, রবিবারও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

 

 

spot_img

Related articles

বনতারায় কতটা সুরক্ষিত পশুরা: জানতে SIT গঠন সুপ্রিম কোর্টের

বিপদগ্রস্ত পশুদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর নজর কাড়ার চেষ্টা চালিয়েছিল গুজরাটের বনতারা (Vantara)। এবার প্রশ্ন উঠেছে সেখানে দেশের ও...

কীভাবে দুর্নীতিবাজদের সমর্থন করতে হয় মোদিকে দেখে শিখুন! তীব্র কটাক্ষ তৃণমূলের

দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে বাংলায় এসে বড় বড় কথা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুর্নীতিবাজদের সঙ্গে সর্বক্ষণ...

ট্রাম্পের শুল্কবাণে অস্থিরতা শেয়ার বাজারে! পড়ছে সেনসেক্স-নিফটি

আমেরিকার(USA) ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার(Share Market)। দেশের শেয়ার বাজারে ব্যাপক ধস। দুপুর...

‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা কেন? গর্জে উঠলেন মমতা

ভিনরাজ্যে ‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। মঙ্গলবার, বর্ধমান শহরের পরিষেবা প্রদান মঞ্চ...