Wednesday, May 21, 2025

জনসংখ্যা নিয়ন্ত্রণে ২ সন্তান নীতি, উত্তরপ্রদেশে কড়া আইনের পথে যোগী সরকার

Date:

Share post:

দেশে বাড়তে থাকা জনসংখ্যায় সব সমস্যার মূল। বারবার এই দাবিতে সরব হতে দেখা গিয়েছে গেরুয়া নেতাদের। সেই লক্ষ্যেই এবার উত্তরপ্রদেশ(Uttar Pradesh) নির্বাচনকে মাথায় রেখে জনসংখ্যা নিয়ন্ত্রণে দুই সন্তান নীতি(two child policy) প্রয়োগে কড়া আইন আনতে চলেছে যোগী সরকার(Yogi government)। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের ল কমিশন এ বিষয়ে ড্রাফ্ট তৈরি করতে শুরু করে দিয়েছে। নির্বাচনের আগেই এই আইন আনার প্রক্রিয়া সম্পন্ন করা হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

সরকারি সূত্রের খবর, শীঘ্রই কমিশনের তৈরি রিপোর্ট সরকারের কাছে পেশ করা হবে। আইন লাগু হয়ে যাওয়ার পর যোগীর রাজ্যে দুই সন্তানের অধিক বাবা-মায়েদের ক্ষেত্রে সরকারি সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করা হতে পারে। অন্যদিকে যে সকল পরিবারের দুই সন্তান রয়েছে তাদের আর্থিক সুযোগ-সুবিধা দেওয়ার পথে হাঁটবে সরকার। ইতিমধ্যেই এই সংক্রান্ত নিয়ম নীতির উপর অধ্যায়ন শুরু করে দিয়েছে ল কমিশন অনুমান করা হচ্ছে আগামী দু’মাসের মধ্যেই তা কার্যকর করা হতে পারে।

এ প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তরপ্রদেশ ল কমিশনের অধ্যক্ষ আদিত্যনাথ মিত্তাল বলেন, “বিগত কয়েক মাস ধরে আমরা দেখছি করোনা পরিস্থিতিতে সবচেয়ে বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বাড়তে থাকা জনসংখ্যা। এই পরিস্থিতিতে যে আইন আনা হতে পারে সেখানে এরকম বাধ্যবাধকতা কখনোই থাকবে না যেখানে প্রত্যেককে দুই সন্তান নীতি মানতেই হবে। তবে কোনো পরিবার যদি সরকারি প্রকল্পের সুবিধা নিতে চায় সেক্ষেত্রে তাদের দুই সন্তান নীতি অবলম্বন করতে হবে। এক্ষেত্রে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানাবে কোন কোন সরকারি প্রকল্পের সুবিধা নিতে গেলে দুই সন্তান নীতি মানতে হবে।”

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সে ভারতীয় ক্রীড়াবিদদের পাশে বিসিসিআই

যদিও এই আইন পুরোপুরি হিন্দু ভোটকে গুরুত্ব দিয়ে উত্তরপ্রদেশ নির্বাচনকে মাথায় রেখে আনা হচ্ছে এমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল। সাম্প্রতিক সময়ে উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির যে ফলাফল দেখা গিয়েছে তাতে এটা স্পষ্ট উত্তর প্রদেশের হিন্দু ভোট আর কট্টর হিন্দুত্বের ‘সিরাপ’ গিলছে না। এই পরিস্থিতিতে এমন আইনকে হাতিয়ার করেই ভোটব্যাঙ্ক বাড়াতে উদ্যোগী বিজেপি। এ প্রসঙ্গে সমাজবাদী পার্টি তরফে বলা হয়েছে, বিগত সাড়ে চার বছরে উত্তরপ্রদেশে লাগাতার মহিলাদের ওপর অত্যাচার চলেছে। বেকারত্ব বেড়েছে হুড়মুড়িয়ে, রাজ্যজুড়ে অপরাধের প্রবণতা গোটা ভারত দেখেছে। এই পরিস্থিতিতে সেই সমস্ত বিষয় থেকে মোড় ঘোরাতেই নতুন নতুন পন্থা অবলম্বন করছে বিজেপি সরকার। এটা তারই একটি উদাহরণ।

 

spot_img

Related articles

পথ চলতি তরুণীকে ধর্ষণের চেষ্টা কলকাতায়! তালতলার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

ভরসন্ধ্যায় মহানগরীর বুকে পথ চলতি এক তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে তালতলা থানার (Taltala Police...

পিকল বলে এক দলে বিরাট-অনুস্কা

প্লে অফে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এবারের আইপিএলের চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে অন্যতম প্রধান দাবীদার বিরাট কোহলিরা(Virat Kohli)।...

দেখা করতে চান চাকরিহারারা, খোলা চিঠি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে

সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন বাংলার প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারী। তাঁদের পাশে দাঁড়িয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস...

ডিজিটাল অ্যারেস্টকাণ্ডে কলকাতার তিন জায়গায় ED অভিযান, বিজেপি কর্মীর বাড়িতে তল্লাশি

ডিজিটাল অ্যারেস্ট (Digital Arrest) মামলার তদন্তে বুধবার সাতসকালে কলকাতার তিন জায়গায় অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।...