Saturday, November 29, 2025

ছাড়বেন না বিধায়ক পদ, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদে মুকুল?

Date:

Share post:

দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে প্রথমবার জনগণের দ্বারা নির্বাচিত হয়ে জন প্রতিনিধি হয়েছেন মুকুল রায় (Mukul Roy)। বিধানসভা ভোটে (Assembly Election) কৃষ্ণনগর উত্তর (Krishnanagar North) থেকে বিজেপির (BJP) প্রতীকে জিতে প্রথমবারের জন্য বিধায়ক (MLA) হয়েছেন। এরপরই গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে পুরোনো ঘরে ফিরেছেন মুকুল।

সূত্রের খবর, এবার আরও বড় দায়িত্ব পেতে চলেছেন তিনি। শাসক দল তৃণমূল তাঁকে বিধানসভার (Assembly) পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যানের করতে চলেছে। অর্থাৎ, দল বদলালেও এখনই বিধায়ক পদ ছাড়ছেন না মুকুল রায়।

উল্লেখ্য, রাজ্যের যাবতীয় উন্নয়নমূলক কাজের অডিটের বিষয়ে এই কমিটির চেয়রম্যান বিশেষ ভূমিকা নেন। এই কমিটিটি সাধারণত বিরোধীদের হাতেই থাকে। চেয়ারম্যান হন বিরোধী দলের কোনও বিধায়ক। এবারও বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্ব থাকছে বিরোধীদের হাতে, তেমনটাই শোনা যাচ্ছিল। এবং বিজেপির পক্ষ থেকে মুকুল রায়কে এই কমিটির চেয়ারম্যান করার একটা গুঞ্জন শুরু হয়েছিল তাঁর দল বদলের আগে।

পরে মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে সন্দেহ হওয়ায় বালুরঘাটের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে এই পদের জন্য চিন্তাভাবনা শুরু করে গেরুয়া শিবির। কেন্দ্রীয় নেতৃত্বের তাতে সায়ও ছিল। কিন্তু সেই জল্পনায় ইতি টেনে এই কমিটির দায়িত্ব নিজেদের দখলেই রাখতে চলেছে শাসক দল। এবং দায়িত্ব দেওয়া হতে পারে সেই মুকুল রায়কেই।

আরও পড়ুন-ভাঁড়ারে নেই ভ্যাকসিন, সোমবার থেকে রাজ্যে ১৮ ঊর্ধ্বদের টিকা দেওয়া নিয়ে প্রশ্ন

ফলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন দল বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার অধ্যক্ষের কাছে দরবার করছেন, ঠিক তখনই কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদে বসানোর চিন্তাভাবনা রাজনৈতিক ভাবে খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...