Tuesday, August 26, 2025

শুভেন্দু নয়, মনোজকে বিরোধী নেতা চেয়েছিলেন: তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক গঙ্গাপ্রসাদ

Date:

Share post:

বিজেপির শক্ত ঘাঁটি আলিপুরদুয়ারের বড়সড় ভাঙন। সোমবার, তৃণমূল (Tmc) ভবনে সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray), মুকুল রায় (Mukul Ray) এবং ব্রাত্য বসুর (Bratya Basu) উপস্থিতিতে আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা-সহ দায়িত্বপ্রাপ্ত আট সদস্য যোগ দিলেন তৃণমূলে। আর যোগ দিয়েই গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন গঙ্গাপ্রসাদ শর্মা (Gangaprasad Sharma)। তিনি জানান, জেলার নেতাদের কখনোই পাত্তা দেয় না বিজেপির (Bjp) শীর্ষ নেতৃত্ব। এক্ষেত্রে গঙ্গাপ্রসাদের মতে, বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বদলে মনোজ টিগ্গাকে (Manoj Tigga) স্বীকৃতি দেওয়া উচিত ছিল বিজেপির। কিন্তু তারা কখনোই কর্মীদের প্রাপ্য সম্মান দেয়নি বলে স্পষ্ট জানিয়েছেন সদ্য পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দেওয়া এই নেতা।

আরও পড়ুন:টানা ৬ বছর মাওবাদী ডেরায় ছিলেন অমৃতাভ? চাঞ্চল্যকর তথ্যে তদন্তে মোড়

তাঁর যোগ দেওয়ার পরেই উত্তরবঙ্গের বিজেপিতে থাকা আরো নেতৃত্বের তৃণমূলে যাওয়া সুনিশ্চিত হল বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে যে অভিযোগ গঙ্গাপ্রসাদ করেছেন তার জেরে এই সম্ভাবনা আরও বাড়ছে। জেলার নেতাদের সম্মান না পাওয়ার ঘটনায় বিজেপির অন্দরে যে ক্ষোভ তৈরি হচ্ছে তা এই মন্তব্য থেকেই স্পষ্ট। একই সঙ্গে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যে গেরুয়া শিবিরে সর্বজনগ্রাহ্য নন- এই মন্তব্য থেকে সেটাও সামনে এসেছে। রাজ্যের তৃণমূলের বিপুল জয়ের মধ্যেও উত্তরবঙ্গ বিশেষ করে আলিপুরদুয়ারে ভালো ফল করেছে বিজেপি। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিজেপি নেতা-কর্মীরা বিরোধীদল নেতা হিসেবে দেখতে চেয়েছিলেন মনোজ টিগ্গাকে। কিন্তু নেতৃত্বের সিদ্ধান্তে তাঁদের সেই আশায় জল পড়েছে। বিজেপিতে থেকে প্রকৃত সম্মান না পেয়ে এবার তাঁরা তৃণমূলে যোগদান করতে চাইছেন বলে সূত্রের খবর।

 

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...