আইপিএল নয়, দেশকেই প্রাধান্য দিলেন ব‍াটলার

আইপিএল( ipl) আগে নয়, আগে দেশ। মঙ্গলবার এক সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন ইংল‍্যান্ডের( England) উইটকেটরক্ষক জস বাটলার (jos buttler)।

আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হবে আইপিএলএর দ্বিতীয় দফা। আর সেই টুর্নামেন্টে না খেলার ইঙ্গিত দিলেন বাটলার। চলতি বছরে রয়েছে টি-২০ বিশ্বকাপ। আর এই সেপ্টেম্বর-অক্টোবর মাসে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলবে ইয়ন মর্গ্যানের দল। সেই কারণেই দেশকেই গুরুত্ব দিচ্ছেন বাটলার।

এদিন এক সংবাদমাধ‍্যমকে বাটলার বলেন,” সাধারণত আইপিএল এর সময় কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতা থাকে না। ফলে এই সময় প্রায় সব দেশের নামী ক্রিকেটাররা অংশ নিতে পারে। কিন্তু এ বার ব্যাপারটা অন্য রকম। আইপিএল এর দ্বিতীয় পর্ব চলার সময় আমাদের দুটো আন্তর্জাতিক সিরিজ রয়েছে। তাই ব্যক্তিগত ভাবে আমি দেশকেই প্রাধান্য দেব।”

আরও পড়ুন:লর্ডসে অভিষেক টেস্টে মহারাজের শতরানের ২৫ বছর