একুশের বিধানসভা নির্বাচনের পর নিখোঁজ আসানসোলের বিজেপি (BJP) সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়! (Babul Supriyo) এই দাবি করে পোস্টার পড়ল জামুরিয়া বাস স্ট্যান্ড এলাকায়। হিন্দি ও বাংলায় লেখা সেই পোস্টারে বাবুল সুপ্রিয়র ছবি দিয়ে লেখা, ‘গুমশুদা কি তলাশ।‘ ওই পোস্টারগুলির নিচে লেখা, জামুরিয়া নাগরিকবৃন্দ।

বুধবার জামুরিয়া এলাকায় যে পোস্টারগুলি মিলেছে তার সবকটিই হিন্দি ভাষায়। তাতে লেখা, ‘গুমসুদা বাবুল। তলাশ চাহিয়ে।’ পোস্টারগুলি থেকে জানা গিয়েছে, জামুরিয়া নাগরিকবৃন্দের তরফে এই পোস্টার দেওয়া হয়েছে। যদিও বিজেপি এই কাজের জন্য তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে। বিজেপির অভিযোগ, ‘এর আগেও সাংসদের বিরুদ্ধে এই ধরণের পোস্টার পড়েছিল। লোকসভা ভোটের আগে বিজেপি প্রার্থীর সন্ধানে এমন পোস্টার পড়েছিল। সেই জবাব ভোটে মানুষ দিয়ে দিয়েছে।‘

যদিও বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জেলা তৃণমূল নেতৃত্বের পাল্টা অভিযোগ, এই ধরনের কাজ আমরা করি না। যারা পোস্টার লাগিয়েছে, তারা দেখেছে ইয়াস বা করোনা– কোনও সময়েই বাবুল সুপ্রিয়কে দেখা যায়নি। ৭ বছর সাংসদ, একবারও মানুষের পাশে দাঁড়াননি।

আরও পড়ুন- দুধ বিক্রেতা থেকে কয়েকশো কোটির মালিক! প্রতারণার অভিযোগে ধৃত বিজেপি নেতা
