বুধবার রাতে গ্রুপ ‘এফ’ আরেক হাড্ডাহাড্ডি ম্যাচে হাঙ্গেরির ( Hungary )সঙ্গে ড্র করল জার্মানি( Germany )। ম্যাচের ফলাফল ২-২। এই ড্র এর ফলে শেষ ষোলোর রাস্তা পাকা করল জার্মানিরা। এদিকে ভালো খেলেও ইউরো থেকে বিদায় নিল হাঙ্গেরি।

ম্যাচে এদিন শুরু থেকে জার্মানিদের চাপে রাখে হাঙ্গেরি। যার ফলে ম্যাচের ১১ মিনিটে গোল করে হাঙ্গেরিকে এগিয়ে দেন অ্যাডাম জালাই। এরপর পাল্টা আক্রমণ চালায় নাব্রি, হাভেরটজরা। কিন্তু প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় তারা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় জার্মানিরা। ম্যাচের ম্যাচের ৬৬ মিনিটে জার্মানির হয়ে সমতা ফেরান হাভেরটজ। এরঠিক দু মিনিটের ব্যবধানে মধ্যেই আবারও এগিয়ে যায় হাঙ্গেরি। ৬৮ মিনিটে হাঙ্গেরিকে ২-১ এগিয়ে দেন শেফার। পাল্টা আক্রমণ চালায় জোয়াকিমলোর দল। ম্যাচের ৮৪ মিনিটে গোল করে জার্মানির সমতা ফেরান গোরেৎজকার।

আরও পড়ুন:রেকর্ড গড়লেন রোনাল্ডো, হাইভোল্টেজ ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে ড্র পর্তুগালের

