মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বাড়িতে তল্লাশি ED-র

0
2
মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বাড়িতে তল্লাশি ED-র
অনিল দেশমুখ

মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের (Anil Deshmukh) বাড়িতে তল্লাশি এনফর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। শুক্রবার সকালেই অনিল দেশমুখের নাগপুরের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি।

এর আগে সিবিআইয়ের তরফেও তোলাবাজি কাণ্ডে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর মুম্বই ও নাগপুরের দুটি বাড়ি সহ মোট চার জায়গায় তল্লাশি চালানো হয়েছিল।

উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার এবং তোলাবাজির অভিযোগ উঠতেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়েছিলেন অনিল দেশমুখ। মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করেই গত মার্চে তৎকালীন পুলিশ কমিশনার পরমবীর সিংকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরই পরমবীর সিং উদ্ধব ঠাকরেকে চিঠি লেখেন।

আরও পড়ুন-আসল পুলিশ কর্তার প্রশংসায় পঞ্চমুখ সবাই , দর্শকের হৃদয়ে ‘অভিমন্যু’

চিঠিতে তিনি জানান, আম্বানির বাড়ির সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় ধৃত পুলিশ অফিসার সচিন ভাজে এবং এসিপি সঞ্জয় পাটিলকে প্রতিমাসে ১০০ কোটি টাকা তোলাবাজির লক্ষ্যমাত্রা দিয়েছিলেন অনিল দেশমুখ।